Thursday, November 28, 2024
HomeBreakingKolkata Protest: কলকাতায় হিন্দু জাগরণ মঞ্চের মিছিল ঘিরে ধন্ধুমার, মাথা ফাটল পুলিশের

Kolkata Protest: কলকাতায় হিন্দু জাগরণ মঞ্চের মিছিল ঘিরে ধন্ধুমার, মাথা ফাটল পুলিশের

চিন্ময়কৃষ্ণ দাস প্রভুকে গ্রেফতারের প্রতিবাদে আজ বৃহস্পতিবার রণক্ষেত্র পরিস্থিতির (Kolkata Protest) সৃষ্টি হয় কলকাতায়৷ এই গ্রেফতারির প্রতিবাদে ‘বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চ’ নামে একটি সংগঠন বাংলাদেশ উপদূতাবাস অভিযানের ডাক দেয়। তবে শিয়ালদা থেকে মিছিল কিছুটা দূর এগোতেই সমস্যার সূত্রপাত হয়। পুলিশ বেকবাগানের কাছে মিছিলকে আটকালে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়।

রণক্ষেত্র কলকাতা

জানা গিয়েছে, ‘বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চে’র মিছিলে এই ধস্তাধস্তিতে মাথা ফাটে পুলিশের। প্রসঙ্গত, চিন্ময়কৃষ্ণ দাসকে গ্রেফতারের পর থেকে ক্রমশই পরিস্থিতি জটিল থেকে জটিলতর (Kolkata Protest) হচ্ছে৷ তাঁর মুক্তির দাবি সরব হচ্ছে বিভিন্ন হিন্দু সংগঠন থেকে শুরু করে রাজনৈতিক দলগুলিও। তাঁকে মুক্তির দাবিতেই বৃহস্পতিবার হিন্দু জাগরণ মঞ্চ মিছিল করে৷

আরও পড়ুন: Humayun Kabir: হুমায়ুন কবীরকে শোকজ তৃণমূলের, কী বললেন বিধায়ক?

এদিকে, আইনজীবী হত্যাকাণ্ডে জড়িতদের খুঁজে বার করে শাস্তির দাবি যেমন জানিয়েছেন হাসিনা, একই সঙ্গে নাম না করে চিন্ময়কৃষ্ণ দাস প্রভুকে মুক্তির দাবিও তুলেছেন আওয়ামী লীগের সভানেত্রী।

হাসিনা সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের একজন শীর্ষনেতাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে, অবিলম্বে তাঁকে মুক্তি দিতে হবে।’

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular