কৌশিক দাস, কলকাতা, ইন্ডিয়া নিউজ বাংলা: Massive Fire At Kolkata ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা কলকাতার ট্যাংরা এলাকার ক্রিস্টোফার রোডের একটি কারখানায়। আশপাশে জনবসতি, নির্মীয়মাণ ফ্ল্যাট রয়েছে। স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য প্রথমে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৬টি ইঞ্জিন। কিন্তু আগুন বেড়ে যাওয়ায় দ্রুত আরও ১০টি ইঞ্জিন আনা হয়।
জানা গেছে, ক্রিস্টোফার রোডের একটি ঝুঁপড়িতে আগুন লাগে। সেই আগুন পাশের কারখানায় ছড়িয়ে পড়ে। দমকল বিভাগ জানিয়েছে, কারখানায় দাহ্য পদার্থ বেশি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তাই প্রাথমিকভাবে আগুন নেভাতে সমস্যা হলেও পরে আরো ইঞ্জিনে এনে আগুন নেভানোর কাজ শুরু হয়। দমকল কর্মীদের সঙ্গে আগুন নেভানোর কাজে হাত মিলিয়েছে স্থানীয় মানুষেরাও। আগুনের লেলিহান শিখা প্রায় তিন কিলোমিটার দূরে শিয়ালদা থেকেও দেখা যায়। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। ঘটনাস্থলে পুলিশের বিশাল টিম পৌঁছে যান চলাচল নিয়ন্ত্রণ করছে।
Massive Fire At Kolkata
আরও পড়ুন: TMC Leader Anubrata Mandal সিবিআই তলবের পরই দলের সঙ্গে দূরত্ব বাড়ছে অনুব্রতর
Published by Subhasish