অমিত সরকার, কোচবিহার, ইন্ডিয়া নিউজ বাংলা: Martyr Remembrance Ceremony at Sitalkuchi শীতলকুচি ৫/১২৬ নং বুথে গত ২০২১-এর ১০ এপ্রিল কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু হয়েছিল চারজনের। সেই চারজনের স্মৃতিতে ১২৬ নং বুথে স্কুল মাঠে নির্মিত শহিদবেদিতে মাল্যদান করা হল রবিবার। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, ডিপিএসসি চেয়ারম্যান হিতেন বর্মন, পঞ্চানন অনুরাগী, গিরীন্দ্রনাথ বর্মন-সহ অন্যান্যরা।
এদিন মাল্যদান করার সময় কান্নায় ভেঙে পড়েন শহিদ পরিবারের সদস্যরা। শহিদ দিবসের দিনে এদিন তাঁরা এই ঘটনায় যুক্ত অর্থাৎ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের শান্তির দাবি জানিয়েছেন। মৃত পরিবারের সদস্যরা বলেন আজও আমরা সেই স্মৃতি ভুলতে পারিনি। কেন্দ্রীয় বাহিনীর গুলিতে তরতাজা চারটি প্রাণ চলে গেছে ভোটের দিন। এই ঘটনার ন্যায়বিচার আজও পেলাম না। আমরা পাইনি কেন্দ্রীয় কোনও সাহায্যও। রাজ্য সরকারের পক্ষ থেকে সাহায্য করা হয়েছিল তবে তিনটি পরিবারের সদস্যরা চাকরি পেলেও একটি পরিবারের সদস্য এখনও চাকরি পাননি বলে জানা গেছে। Martyr Remembrance Ceremony at Sitalkuchi
এদিন শহিদবেদিতে মাল্যদান করে রবীন্দ্রনাথ ঘোষ বলেন, বিধানসভা ভোটের দিন বিজেপির নির্দেশে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা চারজনকে গুলি করে হত্যা করে। মুখ্যমন্ত্রীর নির্দেশে শহিদবেদি বানানো হয়েছে। আজকে আমরা মাল্যদান করলাম। বিজেপি নেতাদের উস্কানিতে এই ঘটনা ঘটেছে এবং শীতলকুচিতে আনন্দ বর্মনকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সামনে দুষ্কৃতীরা গুলি করে। মুখ্যমন্ত্রী শহিদ পরিবারের সদস্যদের চাকরির আশ্বাস দিয়েছিলেন এবং চাকরিও দিয়েছেন। তবে একজনের হয়নি, সেই চাকরিও হয়ে যাবে। রবিবাবু আরও বলেন, যাঁরা এই ঘটনায় যুক্ত দ্রুত যেন তাঁরা বিচার পান।
Martyr Remembrance Ceremony at Sitalkuchi
————
Published by Subhasish Mandal