সঞ্জিত সেন, পূর্ব বর্ধমান, ইন্ডিয়া নিউজ বাংলা : হু হু করে কোভিড সংক্রমণ বাড়ছে। তাই এবার সংক্রমণে রাশ টানতে সপ্তাহে দু’দিন বর্ধমান শহরের সব ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। বৃহস্পতিবার ও রবিবার বন্ধ থাকবে। শুধুমাত্র জরুরি পরিষেবা বনধের বাইরে থাকবে। বৃহস্পতিবার সকাল থেকেই বর্ধমান শহর কার্যত বনধের চেহারা নিয়েছে। ভোর থেকে শহরের বিসি রোড, তেঁতুলতলা বাজারে ভিড় বাড়তে থাকে। পাইকারি বাজার খুললেও বন্ধ সবজি বাজার। একই দৃশ্য গোটা শহরে। সর্বত্রই সুনসান।
করোনা সর্তকতায় বন্ধ বাজার, বর্ধমান শহর সুনশান Market closed in Burdwan due to corona alert
গত ২৪ ঘন্টায় জেলায় কোভিড আক্রান্তের সংখ্যা ৭৭০ জন। আর বর্ধমান শহরে ২২০ জন। ফলে করোনা সংক্রমণ রুখতে তৎপর হয়েছে জেলা প্রশাসন। প্রশাসনের এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে শহরের ব্যবসায়ীরা। মাস্ক পরা ও সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য ব্যবসায়ী সংগঠনগুলি প্রচারেও নেমেছে।
আরও পড়ুন : 4 arrested with brown sugar in Siliguri সাত কোটি টাকার ব্রাউন সুগার-সহ গ্রেফতার চার দুষ্কৃতী
——-
Published by Subhasish Mandal