সঞ্জিত সেন, পূর্ব বর্ধমান, ইন্ডিয়া নিউজ বাংলা : Maoists Demand Money সদর দরজায় পড়ে রয়েছে সাদা খাম। দরজা বন্ধ করতে এসে সেই খামটি দেখতে পেয়ে তুলে নিয়ে বাড়ির ভিতরে যান বাড়ির ছোট ছেলে। খামটি খুলে চক্ষু চড়কগাছ। একি? এতো মাওবাদীদের চিঠি। পূর্ব বর্ধমানের ভাতার থানার বনপাস পঞ্চায়েতের আমবোনা গ্রামের হাজরা পরিবারে এরকম চিঠি আসায় তাঁরা চিন্তিত।
সাদা খামে করে চিঠি পাঠায় মাওবাদীরা Maoists Demand Money
শনিবার রাত সাড়ে দশটার সময় বাড়ির ছোট ছেলে অয়ন হাজরা চিঠি খুলে দেখেন তাতে লেখা রয়েছে, ‘জয় বজরং বলি, আমরা মাওবাদী। আপনার গৃহকর্তা ৪০-৫০ লাখ টাকা রেখে গেছেন। সেই টাকা থেকে আমাদেরকে পাঁচ লাখ টাকা দেবেন। নাহলে বাড়ির ছোট ছেলে অসুবিধায় পড়বে। আর এই টাকাটি আমবোনা গ্রামের বেলতলায় এনে রাখবেন। সেখান থেকে সংগ্রহ করে নেওয়া হবে।’ চিঠি পেয়ে হাজরা পরিবারের ছোট ছেলে ভাতার থানায় দ্বারস্থ হন। পুলিশ বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে।
আরও পড়ুন : Santipur Municipality Election শান্তিপুর পৌরসভা নির্বাচনে প্রার্থী তালিকা প্রকাশ বামফ্রন্টের
———–
Published by Subhasish Mandal