Sunday, November 3, 2024
Homeরাজ্যনদিয়াMaoist Leader Arrest জাগুলিয়া থেকে গ্রেফতার মাও নেত্রী জয়িতা

Maoist Leader Arrest জাগুলিয়া থেকে গ্রেফতার মাও নেত্রী জয়িতা

সুরজিৎ দাস, নদিয়া, ইন্ডিয়া নিউজ বাংলা: Maoist Leader Arrest ৭-৮ বছর ধরে আত্মগোপন করার পর অবশেষে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের জালে মাওবাদী নেত্রী জয়িতা দাস। যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের প্রাক্তন ছাত্রী জয়িতা। নদিয়ার জাগুলিয়া থেকে গ্রেফতার করা হল তাঁকে। ধৃতকে ৭ এপ্রিল পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

জানা গিয়েছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া জয়িতা ২০১৩ সালে মাওবাদীদের সঙ্গে যোগাযোগের অভিযোগে প্রথমবার গ্রেফতার হয়েছিলেন এর আগে। সঙ্গে আরও ৫ ছাত্রীও গ্রেফতার হয়। পরবর্তীকালে জামিন পেয়ে যান সকলেই।

ফের কেন গ্রেফতার? গোয়েন্দারা জানিয়েছেন, জয়িতা এখন পুরোদস্তুর মাওবাদী নেত্রী। মাওবাদীদের রাজ্য কমিটির সদস্য তিনি। এ রাজ্যে মাওবাদী সংগঠন বিস্তারের গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছিলেন তিনি। গ্রেফতারি এড়াতে ৭-৮ বছর ধরে আত্মগোপন করেছিলেন তিনি। অবশেষে ধরা পড়লেন।

আরও পড়ুন: Rampurhat: CBI questions Fire Brigade দমকলের ভূমিকা কী ছিল জানতে চায় সিবিআই

Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular