Thursday, November 21, 2024
Homeরাজ্যঝাড়গ্রামMaoist Bandh at Jungle Mahal মাওবাদীদের ডাকা বাংলা বনধে ব্যাপক সাড়া জঙ্গলমহলে

Maoist Bandh at Jungle Mahal মাওবাদীদের ডাকা বাংলা বনধে ব্যাপক সাড়া জঙ্গলমহলে

অশোক ভট্টাচার্য, ঝাড়গ্রাম, ইন্ডিয়া নিউজ বাংলা: Maoist Bandh at Jungle Mahal মাওবাদীদের ডাকা বাংলা বনধ ব্যাপক সাড়া ফেলল জঙ্গলমহলে । শুক্রবার সকাল থেকে রাস্তায় কোনও যানবাহনের দেখা নেই। কেবলমাত্র হাতেগোনা কয়েকটি সরকারি বাস দেখা গিয়েছে। ঝাড়গ্রাম শহর থেকে শুরু করে পাহাড়-জঙ্গলে ঘেরা বেলপাহাড়ির প্রায়ই সমস্ত দোকানপাট বন্ধ, খাঁ খাঁ করছে রাস্তাঘাট।

ঝাড়গ্রাম, দহিজুড়ি, বিনপুর শিলদা ,বেলপাহাড়ি, বাঁশপাহাড়ি-সহ বিভিন্ন এলাকায় বনধের ব্যাপক সাড়া পড়েছে। বেলপাহাড়ি বাজারের এক বাসিন্দা মাওবাদীদের বনধ প্রসঙ্গে বলেন, যখন রাজনৈতিক দলগুলির চুরি বেড়ে গেলে মাওবাদীরা বনধ ডাকে, প্রতিবাদ করে আর মানুষ এই চুরির বিরুদ্ধে মাওবাদীদের বনধকে সমর্থন করে। তাই আজ বেলপাহাড়ির সমস্ত বাজার দোকান বন্ধ। কেউ কেউ আবার বলছেন, আজ তো মাওবাদীদের ডাকা বনধ, তাই কেউ দোকানপাট খুলতে রাজি নয়। Maoist Bandh at Jungle Mahal

বেশ কয়েকদিন ধরে ৮ তারিখ বাংলা বনধের ডাক দিয়ে মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার হচ্ছিল জঙ্গলমহলে। বনধের সমর্থনে পোস্টারের পাশাপাশি বনধ না মানলে মাথা কেটে নেওয়ারও হুমকি দেওয়া পোস্টার উদ্ধার হয়। গতকাল বৃহস্পতিবার বেলপাহাড়ির লবনী এলাকায় একটি সক্রিয় ল্যান্ডমাইন উদ্ধার হয়। সিআরপিএফ, বেলপাহাড়ি থানার পুলিশ এবং বম্ব স্কোয়াডের সদস্যরা গিয়ে ল্যান্ডমাইনটিকে উদ্ধার করে নিষ্ক্রিয় করে। Maoist Bandh at Jungle Mahal

ল্যান্ডমাইন উদ্ধারের ঘটনায় জঙ্গলমহলের মাওবাদীদের অস্তিত্ব প্রমাণ করে দেয়। জঙ্গলমহলে ফের মাওবাদীরা আস্তানা গেড়েছে তাই মাওবাদীদের ডাকা বনধকে কোনওমতেই হালকা ভাবে নিচ্ছেন না জঙ্গলমহলের বাসিন্দারা। তাই এদিন সকাল থেকেই রাস্তাঘাট খাঁ খাঁ করছে, দোকান বাজার বন্ধ।

Maoist Bandh at Jungle Mahal

আরও পড়ুন : Smuggled Pine wood recovered আসাম বাংলা সীমান্তে নাকা চেকিংয়ে চোরাই পাইন কাঠ উদ্ধার 

Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular