নতুন বছর শুরু হতে আর কিছুক্ষণের অপেক্ষা। আর এই বছরের শেষে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্ম (এডিআর) একটি রিপোর্ট পেশ করেছে। সেই রিপোর্ট থেকে সামনে এসেছে দেশের সবচেয়ে ধনী ও সবথেকে দরিদ্র মুখ্যমন্ত্রীর নাম।
দেশের ‘দরিদ্রতম’ মুখ্যমন্ত্রী কে?
এডিআর-এ রিপোর্ট অনুযায়ী বর্তমানে দেশের ‘দরিদ্রতম’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর (Mamata Banerjee) ১৫ লাখ টাকার সম্পত্তি রয়েছে। মমতার পর দেশের দ্বিতীয় দরিদ্রতম মুখ্যমন্ত্রী হলেন ওমর আবদ্দুলা। জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রীর কাছে রয়েছে ৫৫ লক্ষ টাকার সম্পত্তি৷
আরও পড়ুন: Tigress Zeenat: বাঘিনী জিনত বন্দি হতেই সোশ্যাল মিডিয়ায় কী পোস্ট করলেন Mamata Banerjee?
দেশের ‘সবচেয়ে ধনী’ মুখ্যমন্ত্রী কে?
এদিকে, দেশের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী হলেন অন্ধ্রপ্রদেশের টিডিপি নেতা এন চন্দ্রবাবু নায়ডু। এডিআর রিপোর্ট অনুযায়ী তাঁর মোট ৯৩১ কোটি টাকার সম্পত্তি রয়েছে। চন্দ্রবাবু নায়ড়ু এবং মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ছাড়া দেশের বাকি মুখ্যমন্ত্রীদের সম্পত্তির পরিমাণ একনজরে দেখে নেওয়া যাক-
পেমা খান্দু (অরুণাচল প্রদেশ)- ৩৩২ কোটি টাকা
সিদ্দারামাইয়া (কর্নাটক)- ৫১ কোটি টাকা
নেফিউ রিও (নাগাল্যান্ড)- ৪৬ কোটি টাকা
মোহন যাদব (মধ্যপ্রদেশ)- ৪২ কোটি
এন রঙ্গস্বামী (পুদুচেরি)- ৩৮ কোটি
রেবন্ত রেড্ডি (তেলাঙ্গনা)- ৩০ কোটি
হেমন্ত সোরেন (ঝাড়খণ্ড)- ২৫ কোটি
হিমন্ত বিশ্ব শর্মা (অসম)- ১৭ কোটি
কনরাড সাংমা (মেঘালয়)- ১৪ কোটি
ভগবন্ত মান (পাঞ্জাব)- ১ কোটি ৯৭ লক্ষ টাকা
মোহনচরণ মাঝি (ওড়িশা)- ১ কোটি ৯৭ লক্ষ টাকা
আতিশি মারলেনা (দিল্লি)- ১ কোটি ৮১ লক্ষ টাকা
নীতিশ কুমার (বিহার)- ১ কোটি ৬৪ লক্ষ টাকা
যোগী আদিত্যনাথ (উত্তরপ্রদেশ)- ১ কোটি ৫৪ লক্ষ টাকা
এন বীরেন সিং (মণিপুর)- ১ কোটি ৪৭ লক্ষ টাকা
ভজনলাল শর্মা (রাজস্থান)- ১ কোটি ৪৬ লক্ষ টাকা
পিনারাই বিজয়ন (কেরালা)- ১ কোটি ১৮ লক্ষ
ওমর আবদুল্লা (জম্মু ও কাশ্মীর)- ৫৫ লক্ষ