যাবতীয় জল্পনায় জল ঢেলে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানিয়ে দিলেন দলের রাশ তাঁর হাতেই থাকবে! রাজনৈতিক মহলে বারবারই গুঞ্জন উঠেছে ‘সেকেন্ড ইন কমান্ড’ হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গুরুত্ব কি কমছে দলে? সোমবার বিধানসভায় তৃণমূলের পরিষদীয় দলের বৈঠকে মমতা সেই গুঞ্জনকেই উড়িয়ে দিয়ে সাফ কথা জানালেন৷
কী জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো?
সোমবার বিধানসভায় বিধায়কদের নিয়ে বৈঠকে বসেছিলেন মমতা বন্দ্য়োপাধ্যায় (Mamata Banerjee)। সেই বৈঠক থেকেই তিনি সাফ জানান, ‘দল আমি আর বক্সীদাই দেখব।’ অর্থাৎ দলে যে তিনিই শেষ কথা, সেটা পরিষ্কার করে দিলেন এদিন৷
আরও পড়ুন: Aparajita Bill: কেন্দ্রকে নিশানা করে অপরাজিতা বিল ইস্যুতে রাজপথে তৃণমূল
উল্লেখ্য, উপনির্বাচনে জয়ী রাজ্যের ছয় তৃণমূল বিধায়ককে সোমবার বিধানসভায় শপথবাক্য পাঠ করান রাজ্যপাল সিভি আনন্দ বোস। এরপর বিধায়কদের নিয়ে বৈঠক করেন মমতা (Mamata Banerjee)। উপস্থিত ছিলেন অন্যান্য বিধায়কেরাও।
সূত্রের খবর, এই বৈঠকেই মমতা (Mamata Banerjee) যাবতীয় জল্পনাকে দূরে সরিয়ে জানিয়ে দেন, যত দিন তিনি আছেন, তত দিন দলের বিষয়ে শেষ সিদ্ধান্ত তিনিই নেবেন। শুধু তাই নয়, দলের ছাত্র ও যুব সংগঠনও তিনি নিজে হাতে সাজাবেন বলে জানান৷