Thursday, November 21, 2024
Homeআবহাওয়াসিকিমকে সাহায্যের প্রতিশ্রুতি দিলেন মমতা ব্যানার্জী, সাংসদ রাজু বিস্তারের চিঠি প্রধানমন্ত্রীকে

সিকিমকে সাহায্যের প্রতিশ্রুতি দিলেন মমতা ব্যানার্জী, সাংসদ রাজু বিস্তারের চিঠি প্রধানমন্ত্রীকে

ভয়াবহ রাক্ষুসে আকার নিয়েছে তিস্তা। মধ্যরাত থেকে তিস্তার আক্রমণাত্মক রূপের আতঙ্কে কাঁপছে গোটা পাহাড়। তিস্তার শব্দে আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে জঙ্গলে গিয়ে আশ্রয় নিয়েছেন তিস্তা বাজারের বাসিন্দারা। কালিম্পংয়ের সঙ্গে শিলিগুড়ির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। পরিস্থিতির কথা জানিয়ে প্রধানমন্ত্রী মোদীকে চিঠি দিলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা। সিকিমে কার্যত তাণ্ডব চালিয়েছে তিস্তা। ১০ নম্বর জাতীয় সড়ক গুঁড়িয়ে দিয়েছে। তিস্তা গ্রাস করে ফেলেছে রাস্তার একাংশ। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে কালিম্পং এবং শিলিগুড়ির মধ্যে। সেই পরিস্থিতি উদ্বেগজনক আকার নিয়েছে। ভয়াবহ বন্যার মুখে দাঁড়িয়ে রয়েছে জলপাইগুড়ি। দোমোহনী থেকে বাংলাদেশ পর্যন্ত তিস্তায় রেড লাইট সতর্কতা জারি করা হয়েছে। দুপুর ২টো নাগাদ দোমহনীতে বিপদসীমার উপর দিয়ে বইবে বলে সতর্কতা জারি করা হয়েছে। এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীও সিকিমের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। মুখ্যসচিবকে পরিস্থিতি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। উত্তরবঙ্গের পরিস্থিতির উপর নজর রাখতে বলা হয়েছে সেই সঙ্গে সিকিমকে সব রকম সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। উত্তরবঙ্গে অবিলম্বে ত্রাণ পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। এদিকে কালিম্পংয়ের সঙ্গে শিলিগুড়ির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পরিস্থিতির কথা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা। তিনি বিশেষ মনিটরিং কমিটি দিয়ে নজরদারির অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদীর কাছে। এদিকে জলপাইগুড়ি শহরে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। দোমহনী থেকে বাংলাদেশ পর্যন্ত রেড লাইট সতর্কতা জারি করা হয়েছে। প্রায় ৫০ ফুট পর্যন্ত তিস্তার জলস্তর বাড়তে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। উত্তর সিকিমে রেড লাইট সতর্কতা জারি করা হয়েছে। সিকিমের লাইফ লাইন ১০ নম্বর জাতীয় সড়ক দলের তোড়ে ভেসে গিয়েছে। সিকিমের সিংতাম থেকে বাসিন্দাদের রংপোয় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular