অমিত সরকার, কোচবিহার, ইন্ডিয়া নিউজ বাংলা: Mamata Banerjee in Cooch Behar কোচবিহারে এসে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বেলা ২.২০ মিনিট নাগাদ কোচবিহার শহরের এবিএন শীল কলেজের মাঠে তাঁর হেলিকপ্টার অবতরণ করে। সেখান থেকে মুখ্যমন্ত্রী রওনা দেন কোচবিহার সার্কিট হাউসের উদ্দেশে। সেখানেই প্রশাসনিক বৈঠক করবেন তিনি। বৈঠকের পর বিকেল পাঁচটার দিকে যেতে পারেন মদনমোহন মন্দির এবং শিব মন্দিরে।
চিলা রায়ের ৫১২তম জন্মজয়ন্তীতে অংশ নেবেন মুখ্যমন্ত্রী Mamata Banerjee in Cooch Behar
আগামী ১৬ ফেব্রুয়ারি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের অনন্ত মহারাজের আমন্ত্রণে চিলা রায়ের ৫১২তম জন্মজয়ন্তীতে অংশ নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অনুষ্ঠানের প্রস্তুতি জোরকদমে করা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে একই অনুষ্ঠানে দেখা যাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককেও। তবে দুই জনের সময়সূচি আলাদা করা হয়েছে উদ্যোক্তাদের তরফ থেকে।
———–
Published by Subhasish Mandal