Tuesday, January 21, 2025
HomeBreakingRG Kar Verdict: সঞ্জয়ের ফাঁসি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ মমতা সরকার

RG Kar Verdict: সঞ্জয়ের ফাঁসি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ মমতা সরকার

আরজি করের ঘটনায় দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তি চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন জানাল মমতা সরকার। সোমবার শিয়ালদহ আদালত সঞ্জয়কে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেয়। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফাঁসির দাবিতে অনড়। সোমবার শাস্তি ঘোষণার পরেই মমতা এই প্রসঙ্গে জানান এবং এর পাশাপাশি তিনি টুইট করেও রাজ্য সরকারের পরবর্তী পদক্ষেপ স্পষ্ট করে দেন।

মুখ্যমন্ত্রী জানান, ‘আমি নিশ্চিত যে এটি সত্যিই একটি বিরলতম ঘটনা যা মৃত্যুদণ্ডের দাবি করে। তাই আমরা এই সবচেয়ে জঘন্য ও সংবেদনশীল মামলায় মৃত্যুদণ্ডের ওপরে জোর দিচ্ছি’।

মুখ্যমন্ত্রীর টুইট

মঙ্গলবার মালদহের সভা থেকেও এই বিষয়ে প্রশ্ন তোলেন মমতা, ‘যাবজ্জীবন মানে কী? অনেকে তো প্যারোলে বেরিয়ে যায়। অন্যায়কে ক্ষমা করে দেব?’

আরও পড়ুন: RG Kar Verdict: সঞ্জয় রায়কে যাবজ্জীবন সাজা দিল আদালত

জানা গিয়েছে, বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করার অনুমতি চান রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। মামলা দায়ের করার অনুমতি দেওয়া হয়েছে।

এদিকে, আমৃত্যু কারাদণ্ডের সাজার রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সঞ্জয় রাই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হবেন বলেও জানা গিয়েছে। সঞ্জয়ের আইনজীবী বলেন, ‘অভিযুক্তের অধিকার রয়েছে উচ্চ-আদালতে যাওয়ার, তাই সঞ্জয় অবশ্যই হাইকোর্টের দ্বারস্থ হবে।’

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular