Thursday, November 21, 2024
Homeরাজ্যMamata Banerjee: 'আমরা যেন দায়িত্ব, নম্রতা, আনুগত্য ভুলে না যাই’, বিপুল জয়ের...

Mamata Banerjee: ‘আমরা যেন দায়িত্ব, নম্রতা, আনুগত্য ভুলে না যাই’, বিপুল জয়ের পর বার্তা দিলেন মমতা বন্দ্য়োপাধ্যায়

ইন্ডিয়া নিউজ বাংলা

Mamata Banerjee

কলকাতা : পুরভোটে ও তৃণমূলের বিপুল জয়ের ধারা অব্যাহত।কার্যত বাংলা জুড়ে তৃণমূলের সবুজ সুনামি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরই যে বাংলার বেশিরভাগ ভাগ মানুষের আস্থা অটুট রয়েছে পুরভোটের ফলাফলে তা আর একবার প্রমাণ করল। ১০৮ টি পুরসভার মধ্যে এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেস নিরঙ্কুশ ভাবে ১০২ পুরসভা ইতিমধ্যেই জয়লাভ করেছে।একমাত্র নদিয়ার তাহেরপুর পৌরসভার দখলে রাখতে পেরেছে বামেরা।এটাই এখন বামেদের ঘুরে দাঁড়ানোর একমাত্র আশার আলো বলা যেতে পারে। চারটি পৌরসভা ফলাফল ত্রিশঙ্কু অবস্থায় দাঁড়িয়ে আছে। অন্যদিক দার্জিলিং পুরসভা জয়লাভ করেছে সদ্য গঠিত নতুন দল হামারো। সবচেয়ে বড় আঘাত বলা গেরুয়া শিবিরের। লোকসভার ১৮ আসন সদ্য বিধানসভায় ৭০ এর বেসি আসন লাভ করেও একটা পুরসভাতে জয়লাভ করতে পারল না। শুধু তাই নয়, অনেক জেলাতেই প্রধান প্রতিপক্ষ না হয়ে তৃতীয় দলে নেমে এসেছে।

জয় যেন আমাদের আরও নত হতে শেখায়, Mamata Banerjee

তৃণমূল কংগ্রেসের এই বিপুল জয়ের পর মা মাটি মানুষকে অভিনন্দন জানিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পর পর দুটি টুইটের মাধ্যমে দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন তৃণমূল নেত্রী। এই জয় তাদের দায়িত্ব বাড়িয়ে দিল। অভিনন্দন জানিয়েছেন জয়ী প্রার্থীদের।

তারপর আর ও একটি টুইট করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন ‘এই জয় যেন আমাদের দায়িত্ববোধ বৃদ্ধি করে। মানুষের প্রতি আমাদের আনুগত্য বৃদ্ধি করে। জয় যেন আমাদের আরও নত হতে শেখায়।’ মমতা লেখেন, ‘আসুন, আমরা একসঙ্গে শান্তিপূর্ণ ভাবে উন্নয়ন এবং সমৃদ্ধির লক্ষ্যে কাজ করি’। মমতা তাঁর অভিনন্দনজ্ঞাপক টুইট শেষ করেন ‘জয় বাংলা’ লিখে।

আর ও পড়ুন Contai Municipality কাঁথি তৃণমূলেরই, নিজেদের ওয়ার্ডেই হার শুভেন্দুদের

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular