হিন্দু সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারিতে কেন্দ্র করে কার্যত অগ্নিগর্ভ পরিস্থিতি বাংলাদেশে।পূর্ব বঙ্গে হিন্দু সংখ্যালঘুদের উপর আক্রমণের নানা অভিযোগ সামনে আসছে। আর সেই সব অভিযোগের ভিত্তিতে ক্রমশ তলানিতে ভারত-বাংলাদেশ সম্পর্ক। আর এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ফের কয়েক ধাপ পারদ চড়ল বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভির (Mamata vs Rizvi) সাম্প্রতিক এক মন্তব্যের কারণে।
মমতা বনাম রিজভি বাকযুদ্ধ
এক অশান্ত আবহের মধ্যেই কলকাতা দখলের দিবাস্বপ্ন দেখছে বাংলাদেশ! মাত্র চার দিনেই নাকি তারা কলকাতা দখল করবে! সেখানের প্রাক্তন কিছু সেনা আধিকারিকের ভাইরাল একটি ভিডিওতে এই ধরনের বক্তব্য শোনা গিয়েছে, যাকে কেন্দ্র করে ইতিমধ্যেই হাসির রোল সোশ্যাল মিডিয়ায়। তবে অনেকে এই হুঁশিয়ারিতে বিরক্ত এবং পাল্টা জবাব দিতেও পিছপা হচ্ছেন না।
বাংলাদেশের মৌলবাদীরা হুমকি দেয় যে তারা নাকি চারদিনেই কলকাতা, আগরতলা ও সেভেন সিস্টার্স দখল করে নেবে। তাদের এই হুমকির পাল্টা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, “ভাববেন না যে ললিপপ খাব”। আর মুখ্যমন্ত্রীর (Mamata vs Rizvi) সেই মন্তব্যের পাল্টা দিয়ে আবার বিএনপি নেতা রুহুল কবীর রিজভি বলেছেন যে, “আমরা কি আমলকি চুষব?”
আরও পড়ুন: Bangladesh: ‘৪ দিনের মধ্যে কলকাতা দখলের’ হুঁশিয়ারি বাংলাদেশের প্রাক্তন সেনাকর্মীদের!
প্রসঙ্গত, গত শনিবার ঢাকার এক সমাবেশে বক্তব্য পেশ করতেতে গিয়ে রিজভি (Mamata vs Rizvi) বলেন, ”আজকের পরিস্থিতিতে ভারত যদি ভাবে আমাদের কোনও জায়গা দখল করে নেবে, তাহলে আমরাও বাংলা-বিহার-ওড়িশার দখল চাইব। ওটা নবাবের জায়গা, আমার অধিকার আছে।”
সোমবারই আবার বিধানসভায় মমতা (Mamata vs Rizvi) বলেন, ‘আপনারা বলছেন যে আপনারা (বাংলা, বিহার, ওড়িশা) দখল করে নেবেন। সেই ক্ষমতা নেই আপনাদের। আর আমরা বসে-বসে ললিপপ খাব নাকি? ভারতবর্ষ অখণ্ড। সকলের সঙ্গে অখণ্ড আমরা। বাংলাদেশের রাজনীতির সঙ্গে আমাদের কোনও যোগ নেই।’