উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে (Yogi Adityanath) খুনের হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার মালদার রতুয়ার এক ব্যক্তি। অভিযুক্তকে নয়ডা থেকে গ্রেফতার করে উত্তর প্রদেশের পুলিশ। ধৃতের সঙ্গে বাংলাদেশের জঙ্গি সংগঠনের যোগ রয়েছে বলে অনুমান পুলিশ।
কী জানা গিয়েছে?
পুলিশ সূত্রে খবর, ধৃত ওই ব্যক্তির নাম শেখ আতাউল। তার থেকে ৩১৫ বোরের পিস্তল, কার্তুজ, একটি ছুরি, কিছু আপত্তিকর ছবি এবং একটি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ।
জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে আতাউলের ওপর নজরদারি শুরু করে পুলিশ। মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে তার খোঁজ পাওয়া যায় নয়ডাতে। আতাউলের বিরুদ্ধে এও অভিযোগ রয়েছে যে, সে সোশ্যাল মিডিয়ায় হিংসা ছড়ানোর চেষ্টা করেছে!
আরও পড়ুন: NRC-Aadhaar: এনআরসি-তে আবেদন না করলে বাতিল হবে আধার কার্ড! বড় সিদ্ধান্ত নিল এই রাজ্য
সূত্রের খবর, আতাউল এবং তার পরিবার বেশ কয়েক বছর আগে বাংলাদেশ থেকে এদেশে আসে। অনেক বছর ধরে বাংলায় বসবাস করছে তারা।
নয়ডার অ্যাডিশনাল ডিএসপি জানিয়েছেন, ১৩ তারিখ একটি ইউটিউব চ্যানেলের ভিডিও (ইন্ডিয়া নিউজ বাংলা সত্যতা যাচাই করেনি ওই ভিডিওর) ভাইরাল হয়, যেখানে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে (Yogi Adityanath) খুনের হুমকি দেওয়া হয়। নয়ডা সেক্টর ২৯ পুলিশ স্টেশনে আতাউলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে গৌতম বুদ্ধ নগর মিডিয়া সেল। গ্রেফতার হয় আতাউল।