ইন্ডিয়া নিউজ বাংলা
Nur had to spend three days in the bunker
রণজিত দাশ, মালদা : ভারতীয় পতাকা নিয়ে ইউক্রেন থেকে মালদার কালিয়াচকে ফিরলো নুর হাসান। যুদ্ধের সময় বাড়িতে ফেরার পর এখনো আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে।
১১কিলোমিটার পায়ে হেঁঠে রোমানিয়া সীমান্তে Nur had to spend three days in the bunker
নুর হাসান জানান,সে ডাক্তারি পড়ার জন্য সেখানে গিয়ে ছিলেন।ভিনিতসিয়া ন্যাশানাল মেডিক্যালের তৃতীয় বর্ষের ছাত্র। সে জানায়,সে তিনদিন বাঙ্কারে কাটাতে হয়। এরপর সেখান থেকে বাসে করে রোমান সীমান্তে আসে। সেখানেও প্রায় ১১কিলোমিটার পায়ে হেঁঠে রোমানিয়া সীমান্তে আসে। সেখানেও তাদের ১০-১২ঘন্টা অপেক্ষা করতে হয়। যদিও সেখানে ইউক্রেন পুলিশ তদের সঙ্গে খারাপ ব্যবহার করে। এমনিক গুলি চালিয়ে ভয় দেখায়।
তার দাবি যারা এখনো সেখানে না খেয়ে রয়েছে তাদের ফিরিয় আনা হোক তাদের দেশে।তার বাবা মহন্মদ হাসিদুর রহমান জানান,ছেলে কখন ফিরবে সেই আতঙ্কে ছিলাম। ছেলে ফিরে এসেছে। খুশি হয়েছি। তবে আমার মত অনেকের ছেলে রয়েছে তারাও যাতে ফিরে আসে সেই আশা করি।
Nur had to spend three days in the bunker
আর ও পড়ুন Russia Ukraine War Indian Student গুলিতে আহত ভারতীয় ছাত্র কিয়েভের হাসপাতালে ভর্তি