কৌশিক বোস, দুর্গাপুর, ইন্ডিয়া নিউজ বাংলা : LPG Cylinder Corruption পাড়ার মোড়ে মোড়ে গ্যাস সিলিন্ডারের দোকান। চাইলেই মিলছে ছোট ৫ কেজির গ্যাস সিলিন্ডার। তবে মাত্রাতিরিক্ত দামে! কোথাও ১০০ টাকা প্রতি কেজি আবার কোথাও ৯০ টাকা প্রতি কেজি। অর্থাৎ ৫ কেজি গ্যাসের মূল্য আনুমানিক ৫০০ টাকা, যা কিনা সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বহুগুন বেশি। কিন্তু এই গ্যাস আসছে কোথা থেকে? সূত্রের খবর ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার ঘুরপথে এইসব অসাধু ব্যবসায়ীদের কাছে চলে আসে। সেই সিলিন্ডার থেকে কাটিং করে ছোট সিলিন্ডারে ভরেই রমরমিয়ে চলছে অসাধু ব্যবসা।
ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার নিয়ে চলছে অসাধু ব্যবসা LPG Cylinder Corruption
রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির কাছে এরকমই নির্দিষ্ট অভিযোগ পেয়েই অভিযানে নামে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। রবিবার সকালে দুর্গাপুরের মুচিপাড়া অঞ্চলের আমবাগান এলাকার একটি ঘর থেকে গ্যাস সিলিন্ডার থেকে অবৈধ কাটিংয়ের সময় হাতে নাতে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। ধৃত ব্যাক্তির নাম অভিমন্যু পণ্ডিত। এসিপি ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায় জানান যে, এবার থেকে লাগাতার এই অভিযান চলবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যারা গ্যাস কাটিং করে বিক্রি করছে, তারা তো চুনোপুটি। রাষ্ট্রায়ত্ত সংস্থার হিসেব করা সিলিন্ডার তাদের কাছে পৌঁছাচ্ছে কোন মাধ্যমে? নিয়ম মতো আলাদা আলাদা রাষ্ট্রায়ত্ত সংস্থার অধীনে শহরজুড়ে রয়েছে একাধিক এজেন্সি। সংস্থার ডিপো থেকে সরাসরি গ্যাস ভর্তি সিলিন্ডার পৌঁছায় সেই সব এজেন্সিতে। তাহলে কি এই অবৈধ ব্যবসার পেছনে রয়েছে কোনও বড় চক্র? উঠছে প্রশ্ন।
—–
Published by Subhasish Mandal