Thursday, September 12, 2024
HomeHOSPITAL DEATHLovers suicide বিষপান করে আত্মহত্যা নাবালক প্রেমিক যুগলের

Lovers suicide বিষপান করে আত্মহত্যা নাবালক প্রেমিক যুগলের

Lovers suicide

অমিত সরকার, ইন্ডিয়া নিউজ বাংলা, কোচবিহার: বিষপান করে আত্মহত্যা করল নাবালক প্রেমিক যুগলl ঘটনাস্থল কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের উঁচুলপুকুড়িতে l সেখানকার স্থানীয় কৃষক উদ্যোগ উচ্চ বিদ্যালয়ের একাদশ শ্রেণীর দুই পড়ুয়া,গত ২১ তারিখ জামলদহ ফরেস্ট সংলগ্ন এলাকায় এক সাথে বিষপান করে। বিষয়টি জানতে পারলে উভয়কেই স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধার করে প্রথমে জামালদহ প্রাথমিক স্বাস্থকেন্দ্রে নিয়ে যায় l সেখান থেকে রেফার করা হলে গুরুতর অসুস্থ অবস্থায় দুইজনকেই নিয়ে যাওয়া হয় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানে টানা পাঁচদিন চিকিৎসাধীন থাকার পর অবশেষে মৃত্যু হয় ওই নাবালক প্রেমিক যুগলের l

তবে দুজনের মধ্যে যে প্রেমের সম্পর্ক ছিল তা স্বীকার করেন পরিবারের লোকেরা l প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ার ফলে, এই ঘটনা ঘটাতে পারে বলে অনুমান অনেকের l আজ মৃত দেহ বাড়িতে পৌঁছলেই কান্নার রোল পরে যায় গোটা এলাকায় ।

Lovers suicide বিষপান করে আত্মহত্যা নাবালক প্রেমিক যুগলের

Published by Samyajit Ghosh

 

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular