Friday, November 22, 2024
Homeরাজ্যনদিয়াLove Story at Nadia চারহাত এক হল ভালোবাসার টানে! রেজিস্ট্রি করে বিয়ে...

Love Story at Nadia চারহাত এক হল ভালোবাসার টানে! রেজিস্ট্রি করে বিয়ে করলেন বৃদ্ধাশ্রমের দুই আবাসিক

সুরজিৎ দাস, নদিয়া, ইন্ডিয়া নিউজ বাংলা: Love Story at Nadia প্রেমে পড়ার কোনও বয়স হয় না। প্রমাণ করলেন নদিয়ার রাণাঘাটের বৃদ্ধাশ্রমের দুই আবাসিক। শুধু প্রেমই নয়, সাত পাকে বাঁধাও পড়লেন তাঁরা। ৭০ বছর বয়সে আইন মেনে রেজিস্ট্রি বিয়ের পর স্ত্রীর দায়িত্ব নিলেন বৃদ্ধ সুব্রত সেনগুপ্ত। স্বামীর হাত ধরে খুশি ৬৫ বছরের বৃদ্ধা অপর্ণা চক্রবর্তী।

নদিয়ার চাকদা লালপুরের বাসিন্দা সুব্রত সেনগুপ্ত। তিনি রাজ্য পরিবহন দফতরের অবসরপ্রাপ্ত কর্মী। তাঁর পরিবারে মা, দুই ভাই ও তাঁদের স্ত্রী- সন্তানরা আছে। তিনি এতদিন অবিবাহিত ছিলেন। পারিবারিক সমস্যার কারণে ২০১৯ সালের শুরুতে রাণাঘাটের পূর্ণনগর জগদীশ মেমোরিয়াল বৃদ্ধাশ্রমে শেষজীবন কাটাতে বাড়ি ছেড়েছেন সুব্রতবাবু। বৃদ্ধাশ্রমে প্রায় পাঁচ বছর ধরে থাকতেন ৬৫ বছরের অপর্ণা চক্রবর্তীও। তাঁর বাড়ি রাণাঘাটের আইসতলায়। তিনিও অবিবাহিতা ছিলেন। প্রায় ৩০ বছর কলকাতার বেলেঘাটা অঞ্চলে একজন অধ্যাপকের বাড়িতে পরিচারিকার কাজ করেছেন তিনি। শেষজীবনে বাপের বাড়ির দরজা তাঁর জন্য বন্ধ হয়ে যায়। Love Story at Nadia

অগত্যা বৃদ্ধাশ্রমেই দু’জনের প্রথম দেখা। শেষ পর্যন্ত বৃদ্ধা অপর্ণাকে প্রেম নিবেদন করেন বৃদ্ধ সুব্রত। কিন্তু তা প্রত্যাখ্যান করেছিলেন বৃদ্ধা। এরপর ২০২০ সালের মার্চ মাসে বৃদ্ধাশ্রম ছেড়ে ওই এলাকাতেই ঘরভাড়া করে থাকতে শুরু করেন সুব্রতবাবু। কিন্তু দিন ১০-১২ আগে তিনি অসুস্থ হয়ে পড়েন। এবার সুব্রত সেনগুপ্তকে দেখভালের জন্য এগিয়ে আসেন ওই বৃদ্ধাই। কিন্তু এবার তাঁকে প্রেমের জালে ধরা দিতে হয়েছে। তাঁরা নতুন করে পথচলার সিদ্ধান্ত নেন। অভিভাবক হিসেবে বৃদ্ধাশ্রমের কর্ণধার গৌরহরি সরকারকে বিষয়টি জানানোর পর চারহাত এক হল ভালোবাসার টানে।

Love Story at Nadia

আরও পড়ুন : Letter to CM Mamata Banerjee on law and order রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ! মুখ্যমন্ত্রীকে চিঠি বিদ্বজ্জনদের একাংশের

————
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular