সুপ্রিয় বসাক, জলপাইগুড়ি, ইন্ডিয়া নিউজ বাংলা : Lorry collision in Jalpaiguri সকাল সকাল দুটি লরির মুখোমুখি সংঘর্ষে আহত ২। দুর্ঘটনাগ্রস্ত দুটি লরিতে দীর্ঘক্ষণ আটকে থাকল দুইজন লরিচালক। অবশেষে স্থানীয়দের এবং পুলিশের তৎপরতায় উদ্ধার। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের ঠাকুরপাঠ চৌপথি এলাকায়। ঘটনার পর ব্যাপক যানজটের সৃষ্টি হয় এশিয়ান হাইওয়েতে। খবর পেয়ে পৌঁছয় ধূপগুড়ি ট্রাফিক গার্ড। পরে যানচলাচল স্বাভাবিক হয়।
দুটি লরিতে দীর্ঘক্ষণ আটকে থাকল দুই চালক Lorry collision in Jalpaiguri
আরও পড়ুন : Rain throughout West Bengal জেলায় জেলায় বৃষ্টি! কালো মেঘে ঢাকা বাংলা, সঙ্গী ঝোড়ো হাওয়া
স্থানীয় সূত্রে জানা যায়, একটি মাছবোঝাই লরি ধূপগুড়ির দিক থেকে গয়েরকাটার দিকে যাচ্ছিল এবং অপর গাড়িটি গয়েরকাটার দিক থেকে আসছিল। সংঘর্ষের জেরে গাড়ি দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। গাড়ির ভেতর আটকে পড়ে চালক। স্থানীয় এবং পুলিশ দুই চালককে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। পরে ক্রেন লাগিয়ে গাড়ি দুটিকে থানায় নিয়ে আসা হয়। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে বৃষ্টির কারণেই হতে পারে দুর্ঘটনা। তবে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
আরও পড়ুন : Theme of Saraswati Pujo ঝাড়গ্রামে সরস্বতী পুজোর থিমে ‘গুপী গায়েন বাঘা বায়েন’
———–
Published by Subhasish Mandal