Wednesday, December 11, 2024
HomeBreakingWeather Report: জেলায় জেলায় ফের বৃষ্টি? আরও কমবে তাপমাত্রা?

Weather Report: জেলায় জেলায় ফের বৃষ্টি? আরও কমবে তাপমাত্রা?

একদিকে পশ্চিমি ঝঞ্ঝা সক্রিয়, অন্যদিকে রয়েছে নিম্নচাপ। জানা গিয়েছে, বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কিছুটা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে। একনজরে দেখে নেওয়া যাক আবহাওয়ার খবরাখবর-

বৃষ্টির পূর্বাভাস

হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণের ন’টি জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গেও বৃষ্টি হতে পারে। বঙ্গোপসাগরে নিম্নচাপ, এবং অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝার কারণে আগামী ২-৩ দিন তাপমাত্রা বাড়লেও, থাকবে কুয়াশার দাপট। আবার দক্ষিণবঙ্গের কিছু জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন: Cyclone Fengal: শনিবার বিকেলেই আছড়ে পড়তে পারে সাইক্লোন, জারি লাল সতর্কতা

হাওয়া অফিস জানিয়েছে, দার্জিলিঙে আগামী কয়েক দিন তুষারপাতের সম্ভাবনা রয়েছে। সোমবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার কিছু জায়গায় হালকা বৃষ্টি হতে পারে।

সোমবার কলকাতার আবহাওয়া

সোমবার কলকাতার আকাশ মূলত পরিষ্কার থাকবে। হালকা কুয়াশা থাকতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রির সেলসিয়াসের আশপাশে থাকবে।

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular