অমিত সরকার, কোচবিহার, ইন্ডিয়া নিউজ বাংলা : Leopard Rescue in Cooch Behar শেষমেষ প্রায় চার ঘণ্টার পর চিতাবাঘকে ঘুমপাড়ানি গুলি ছুড়ে বাগে আনল বন দফতর। সাত সকালেই কোচবিহারের ৩ নং ওয়ার্ডের কলাবাগান এলাকায় বিশালাকৃতি চিতাবাঘকে দেখতে পেয়ে হুলস্থুল পড়ে যায় গোটা এলাকায়। বন দফতরের পক্ষ থেকে ডিএফও সঞ্জিত সাহা জানিয়েছেন, ‘চিতাবাঘটিকে সফলভাবে ধরা হয়েছে। পুলিশ এবং বন দফতর যৌথভাবে কাজ করেছে। বাঘটিকে নিয়ে গিয়ে জলদাপাড়া রেঞ্জে নিয়ে যাওয়া হবে। সেখানে চিকিৎসকরা স্বাস্থ্য পরীক্ষার পর সবকিছু ঠিকঠাক থাকলে জলদাপাড়ায় ছেড়ে দেওয়া হবে চিতাবাঘটিকে। কুকুর হচ্ছে লেপার্ড বা চিতার প্রিয় খাদ্য। সেইজন্য লোকালয়ে খাদ্যের খোঁজেই ঢুকে পড়েছে। পাতলাখাওয়া জঙ্গল থেকে চিতাবাঘটি আসতে পারে। তবে সঠিক ভাবে এখনই কিছু বলা যাবে না, কারণ পাশেই জলদাপাড়া জঙ্গল আছে।’
ঘুমপাড়ানি গুলি ছুড়ে বাগে আনা হল চিতাকে Leopard Rescue in Cooch Behar
আরও পড়ুন : Leopard in Cooch Behar লোকালয়ে চিতাবাঘ! আতঙ্কে কোচবিহারের ৩ নং ওয়ার্ডের বাসিন্দারা
—–
Published by Subhasish Mandal