Sunday, September 8, 2024
Homeরাজ্যLeopard at Siliguri গাছের মগডালে চিতাবাঘ! রুদ্ধশ্বাস ঘটনা নকশালবাড়িতে

Leopard at Siliguri গাছের মগডালে চিতাবাঘ! রুদ্ধশ্বাস ঘটনা নকশালবাড়িতে

প্রসেনজিৎ রাহা, শিলিগুড়ি, ইন্ডিয়া নিউজ বাংলা : Leopard at Siliguri গাছের উপরে চিতাবাঘ! যা দেখে চাঞ্চল্য ছড়াল শিলিগুড়ির নকশালবাড়ি কালুয়াজোত ভারত-নেপাল সীমান্ত এলাকায়। গাছের মগডালে চিতাবাঘ দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি খবর দেয় পুলিশ প্রশাসন ও বন দফতরকে। ঘটনাস্থলে কর্মীরা এসে চিতাটিকে অরণ্যে পাঠানোর চেষ্টা করে। যে গাছে চিতাটি উঠে রয়েছে সেই গাছটিকে বন দফতরের কর্মীরা কেটে ফেললে পুনরায় আবার অন্য একটি গাছে উঠে পড়ে চিতাবাঘটি। এই ঘটনা ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। চিতাবাঘ দেখতে ভিড় জমিয়েছেন এলাকার সাধারণ মানুষ। এলাকায় মানুষের ভিড় নিয়ন্ত্রণে আনতে পুলিশের পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছায় এসএসসির ৪১ নম্বর ব্যাটেলিয়ানও।

মগডালে থাকায় চিতাটিকে খাঁচাবন্দি করতে সমস্যা Leopard at Siliguri

স্থানীয়দের দাবি অবিলম্বে সেই চিতাবাঘটি ধরা হোক। কিন্তু গাছের মগডালে বসে থাকায় চিতাটিকে জালবন্দি বা খাঁচাবন্দি করতে বিপাকে পড়তে হচ্ছে বনকর্মীদের। বনকর্মীদের দাবি, সন্ধে হওয়ার আগে চিতা গাছ থেকে নামবে না। আর সন্ধে নামার পরেই চিতাটিকে অরণ্যে পাঠানোর চেষ্টা করবে বন দফতর।

Leopard at Siliguri

আরও পড়ুন : Veteran TMC Leader Sadhan Pande Passes Away প্রয়াত রাজ্যের প্রাক্তন ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পাণ্ডে

———–
Published by Subhasish Mandal  

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular