Thursday, November 21, 2024
Homeরাজ্যকলকাতাLawyers clash in High Court আইনজীবীদের একাংশের বিক্ষোভে ফের ধুন্ধুমার কাণ্ড কলকাতা...

Lawyers clash in High Court আইনজীবীদের একাংশের বিক্ষোভে ফের ধুন্ধুমার কাণ্ড কলকাতা হাইকোর্টে

কৌশিক দাস, কলকাতা, ইন্ডিয়া নিউজ বাংলা: Lawyers clash in High Court কলকাতা হাইকোর্টে তুলকালাম কাণ্ড। আইনজীবীদের একাংশের বিক্ষোভে ধুন্ধুমার কাণ্ড বাধল হাইকোর্ট চত্বরে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস বয়কট ঘিরে সরগরম আদালত। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, প্রেস কোনও ঘটনায় থাকবে না! গণতান্ত্রিক ব্যবস্থায় এই পাপ আমি করতে পারব না।

উল্লেখ্য, মঙ্গলবারও হাইকোর্টে আইনজীবীদের একাংশের বিক্ষোভে উত্তেজনা ছড়িয়েছিল বলে জানা গিয়েছিল। আইনজীবীদের একাংশের বিক্ষোভে তোলপাড় পড়ে যায় হাইকোর্ট চত্বরে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস বয়কট করতে চেয়ে বিক্ষোভ দেখান তৃণমূলের আইনজীবীদের একাংশ। ১৭নং কোর্টের সামনে বিক্ষোভ ঘিরে তুলকালাম কাণ্ড বাধে। Lawyers clash in High Court 

বুধবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসের সামনে বিক্ষোভ দেখাতে বসে পড়েন আইনজীবীদের একাংশ। এরই মধ্যে সকাল সাড়ে ১০টা নাগাদ ওই ঘরে ঢোকার চেষ্টা করেন বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য ও তাঁর জুনিয়র সহকর্মীরা। তাঁদের সঙ্গেই ওই এজলাসে ঢোকার চেষ্টা করেন বার অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি কল্লোল মণ্ডল ও কেন্দ্রের অ্যাসিস্ট্যান্ট সলিসিটর জেনারেল বিল্বদল ভট্টাচার্য। তাঁদের সঙ্গে বয়কটপন্থীদের খানিকটা ঠেলাঠেলি হয় বলে অভিযোগ উঠেছে। তাঁদের ভিতরে ঢোকার পরই আরও পরিবেশ উত্তপ্ত হয়। কয়েকশো বয়কটপন্থী ওই এজলাসের সামনে চেঁচামেচি জুড়ে দেন। ভিতর থেকে কল্লোল মণ্ডল-সহ অন্যদের বের করে আনার চেষ্টা হয়। এরই মধ্যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এজলাসে আসেন। তখন ওই এজলাসে ঢুকে হল্লা করতে থাকেন তৃণমূল সমর্থক বলে পরিচিত বয়কটপন্থীদের একাংশ। পালটা চিৎকার শুরু করেন অন্য পক্ষের আইনজীবীরাও। বিচারপতি দাবিদাওয়া জানতে চাইলে বয়কটপন্থী মহিলারা অভিযোগ করেন যে, তাঁদের গায়ে হাত দেওয়া হয়েছে। এই নিয়ে তুমুল বচসার মধ্যে বিচারপতি জানান, যাঁদের এই এজলাসে হাজির থাকার ইচ্ছে নেই, তাঁরা বেরিয়ে যেতে পারেন। Lawyers clash in High Court 

এরই মধ্যে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের এজলাসে এই ঘটনার কথা জানিয়ে কয়েকজন আইনজীবী পদক্ষেপ করার আর্জি জানান। সেখানে উপস্থিত হন কল্লোল মণ্ডল-সহ অন্যরাও। এরপর শুনানি মাঝ পথে থামিয়ে এজলাস ছাড়েন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। তাঁর চেম্বারে ডাকা হয় বার অ্যাসোসিয়েশনের সভাপতি অরুণাভ ঘোষ , সম্পাদক বিশ্বব্রত বসু মল্লিক, বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য-সহ বেশ কয়েকজনকে। Lawyers clash in High Court 

সূত্রের খবর, ওই বৈঠকে কোনও সমাধানসূত্র বেরোয়নি। সংবাদমাধ্যমের কর্মীদের বের করে দেওয়ার দাবি করেন বয়কটপন্থীরা। গতকালও আইনজীবীদের দুই পক্ষের হাতাহাতিতে তেঁতে উঠেছিল কলকাতা হাইকোর্ট চত্বর। জানা গিয়েছিল, এক বিচারপতির বিরুদ্ধে প্রস্তাব আনা নিয়ে হাতাহাতিতে জড়ান দুই পক্ষের আইনজীবীরা।

Lawyers clash in High Court 

আরও পড়ুন : CS and DGP met Governor Jagdeep Dhankhar হাঁসখালির ঘটনা নিয়ে রাজ্যপালের তলবে রাজভবনে মুখ্যসচিব ও ডিজি

Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular