সুরজিৎ দাস, নদিয়া, ইন্ডিয়া নিউজ বাংলা : Land dispute in Nadia চাপড়া থানার বৃত্তিহুদা মণ্ডলপাড়ায় প্রায় ৬০ থেকে ৭০ বছর ধরে ৬৫টি পরিবারের খাসজমিতে বসবাস। সম্প্রতি সরকারের পক্ষ থেকে পাট্টা দেওয়ার সময় হঠাৎই উলটপুরাণ। তাঁদের পরিবর্তে সেই জমির পাট্টা অন্য এক ব্যক্তির নামে হয়ে যায়। অভিযোগ, রাজনৈতিক সুবিধা নিয়ে ক্ষমতার অপব্যবহার করে পুলিশকে ব্যবহার করে তাঁদের সেই জমি থেকে উচ্ছেদ করে দেওয়া হয়। এবার সেই জমি ফেরত পেতে বউ-বাচ্চাদের নিয়ে নদিয়া জেলা পুলিশ সুপারের দফতরে ধর্না দিল পরিবারগুলি। মণ্ডলপাড়ায় এ ঘটনা ঘটার পর চাপড়া থানার পুলিশ তাঁদেরকে উচ্ছেদ করে দেন এবং যে সমস্ত চাষাবাদ করেছিলেন ওই সমস্ত পরিবার তা নষ্ট করে দেয় পুলিশ। তাঁদের সেই জমি ফিরে পেতে এসপি অফিসের সামনে পরিবারের সদস্যদের নিয়ে বিক্ষোভ দেখান।
রাজনৈতিক সুবিধা নিয়ে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ Land dispute in Nadia
আরও পড়ুন : DSO protests in Cooch Behar পাড়ায় শিক্ষালয়ের প্রতিবাদে ডিএসও-র বিক্ষোভ কোচবিহারে
———–
Published by Subhasish Mandal