কৌশিক দাস, কলকাতা, ইন্ডিয়া নিউজ বাংলা: Lakshmir Bhandar at Duare Sarkar লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যাঁরা আবেদন করবেন তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকলে দুয়ারে সরকার (Duare Sarkar) শিবির থেকেই তার ব্যবস্থা করে দিতে হবে। সম্প্রতি জেলাশাসকদের এই নির্দেশ দিলেন মুখ্যসচিব এইচ কে দ্বিবেদী। ভার্চুয়াল বৈঠকে তিনি জানান, লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রে প্রত্যেক উপভোক্তার যেন একটাই অ্যাকাউন্ট থাকে। তাঁর কাছে অভিযোগ এসেছে একই নামে একাধিক অ্যাকাউন্ট থাকায় একজন মহিলা অনেক বেশি টাকা পেয়ে যাচ্ছেন। এই অভিযোগ যেন আর না ওঠে তা দেখার নির্দেশ দিয়েছেন তিনি।
বাংলা সহায়তা কেন্দ্রকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ Lakshmir Bhandar at Duare Sarkar
এছাড়া দুয়ারে সরকার থেকে খাদ্যসাথী, বার্ধক্য ভাতা, লক্ষ্মীর ভাণ্ডারের মতো পরিসেবা দেওয়ার সময় আধার সংযুক্তিকরণ করে দিতে হবে। রাজ্য সরকারের সামাজিক সুরক্ষা প্রকল্প সম্বন্ধে এবং আবেদন করতে পারেন তার জন্য বাংলা সহায়তা কেন্দ্রকে আরও সক্রিয় করতে হবে। বাংলা আবাস যোজনার ফেজ ২–এ তপশিলি জাতি, উপজাতি এবং অন্যান্য আবেদনকারীদের কীভাবে যুক্ত করা যায় তার জন্যও জেলাশাসকদের একটি নির্দিষ্ট পরিকল্পনা করতে বলা হয়েছে।
২ থেকে ৩টি পাড়ায় সমাধানের শিবির Lakshmir Bhandar at Duare Sarkar
প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে ২ থেকে ৩টি পাড়ায় সমাধানের শিবির করতে হবে। পাড়ায় সমাধানে যাঁরা সমস্যা জানাতে আসবেন, তা যেন শিবিরেই শোনা হয়। অন্য কোনও কার্যালয়ে যেন না জানান, তাও নিশ্চিত করতে বলা হয়েছে নির্দেশিকায়। পাড়ায় সমাধান শিবিরে যেসব সমস্যার কথা বলা হবে তার মধ্যে যদি কোনও প্রকল্পের বিষয় থাকে তাহলে সেটি যদি অনুমোদিত হয়ে থাকে তবেই তা করা যাবে।
১৫ ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় দফার দুয়ারে সরকার শিবির Lakshmir Bhandar at Duare Sarkar
দুয়ারে সরকার শিবিরে স্বনির্ভর গোষ্ঠীর জন্য আলাদা কাউন্টার করে দেওয়া হবে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড এবং আর্টিজেন ক্রেডিট কার্ড পেতে যাঁরা আবেদন করবেন, অগ্রাধিকারের ভিত্তিতে তা যেন করে দেওয়া হয়। তারও নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। প্রসঙ্গত, ১৫ ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় দফার দুয়ারে সরকার শিবির এবং ১ ফেব্রুয়ারি থেকে পাড়ায় সমাধান শিবির শুরু হচ্ছে রাজ্যজুড়ে।
আরও পড়ুন : Suvendu Adhikari : বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয় আটকাল পুলিশ
—–
Published by Subhasish Mandal