সুরজিৎ দাস, নদিয়া, ইন্ডিয়া নিউজ বাংলা: Labour Death at Kerala কেরলে ঠিকা শ্রমিকের কাজে গিয়ে মাটি চাপা পড়ে মৃত্যু হল ফয়জুল মণ্ডলের (৩২)। ফয়জুল মণ্ডলের বাড়ি নদিয়ার হরিণঘাটা থানার পাঁচকাউনিয়া গ্রামে। জানা যায় হরিণঘাটার পাঁচ কাউনিয়া গ্রামের বাসিন্দা ফয়জুল পরিবারের একমাত্র রোজগেরে ছিলেন। আর্থিক অভাবের তাড়নায় গত ৫ মার্চ কেরলে ঠিকা শ্রমিকের কাজে যায়। সেখানেই ফয়জুল মাটিকাটার কাজ করছিল বলে জানা যায়। একই সঙ্গে রাজ্যের অনেকে একই কাজ করছিল।
হঠাৎ এই মাটি ধস নেবে প্রায় কুড়ি ফুট নীচে পড়ে যায় ফয়জুল-সহ আরও পাঁচ জন শ্রমিক। ঘটনাস্থলে চারজনের মৃত্যু হয় এবং একজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। এই খবর ফজলুলের বাড়িতে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়ে পরিবার। তাঁর মৃতদেহ আনা হচ্ছে বলে জানা যায়। তবে এ বিষয়ে কিছুই জানাতে পারেনি হরিণঘাটা থানার পক্ষ থেকে।
Labour Death at Kerala
Published by Subhasish Mandal