Saturday, December 7, 2024
Homeরাজ্যনদিয়াKrishnanagar Municipality ‘ঝিয়ের ছেলে’ই তৃণমূলকে হারিয়ে আবির খেলল কৃষ্ণনগরে

Krishnanagar Municipality ‘ঝিয়ের ছেলে’ই তৃণমূলকে হারিয়ে আবির খেলল কৃষ্ণনগরে

সুরজিৎ দাস, নদিয়া, ইন্ডিয়া নিউজ বাংলা :Krishnanagar Municipality ভোটের দিন তৃণমূলের কাউন্সিলার বলেছিল ঝিয়ের ছেলে তুই আবার কী ভোটে জিতবি! কিন্তু ফল ঘোষণার পর তৃণমূল কাউন্সিলারকে হারিয়ে সেই ঝিয়ের ছেলেই স্ত্রীকে জিতিয়ে আবির খেলল কৃষ্ণনগরে।

নদিয়ার কৃষ্ণনগর পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডে চাষাপাড়ার বাসিন্দা রূপ ঘোষ। ছোটবেলায় অষ্টম শ্রেণিতে পড়ার সময় বাবা মারা যান। মা দীর্ঘদিন অন্যের বাড়িতে কাজ করে ছেলেকে মানুষ করে। রূপ ঘোষ কিছুটা বড় হতে বন্ধুরা তাঁকে ফুটপাতে একটি দোকান করে দেয়। এরপরেই তিনি দীর্ঘদিন ধরেই জাতীয় কংগ্রেস দলের সঙ্গে যুক্ত ছিলেন। বেশ কয়েকবার দলের টিকিট দেওয়া হবে বলেও তাঁকে দেওয়া হয়নি। মাঝে বিজেপিতে যোগদান করেছিলেন। কিন্তু বিজেপিতে টিকিট না পেয়ে আবার জাতীয় কংগ্রেসের ফিরে আসে সে।

স্ত্রীকে জিতিয়ে আবির খেললেন ‘ঝিয়ের ছেলে’ রূপ ঘোষ Krishnanagar Municipality

অবশেষে আসন্ন পৌরসভা নির্বাচনে কৃষ্ণনগর পৌরসভা ২০ নম্বর ওয়ার্ডে তাঁর স্ত্রী উজ্জলা ঘোষ জাতীয় কংগ্রেসের প্রার্থী হন। তখনই তাঁকে কটূক্তির শিকার হতে হয়। ওই ওয়ার্ডের তৃণমূল কর্মীরা তাঁকে কার্যত ঝিয়ের ছেলে আখ্যা দেন। ভোটের ফল ঘোষণার পর দেখা যায় তৃণমূল কাউন্সিলরকে হারিয়ে তাঁর স্ত্রী জয়লাভ করে। জয়লাভের পর সেই ক্ষোভ দুঃখের কথা সাংবাদিকদের সামনে উগরে দেন রূপ ঘোষ। তিনি বলেন, ‘এই জয় সাধারণ মানুষের জয়। যেহেতু আমি দিনরাত সকলের পাশে থেকে কাজ করি সেই কারণে ২০ নম্বর ওয়ার্ডের মানুষ আমাকে ভালোবেসে জিতিয়েছে।’

Krishnanagar Municipality

আরও পড়ুন :  Gobardanga Municipality ভোট না দেবার আবেদন জানিয়েও জয় পেলেন গোবরডাঙা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী

———–
Published by Subhasish Mandal  

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular