বছরশেষেও রাজ্যে (West Bengal Weather) জাঁকিয়ে শীত পড়ার কোনও লক্ষণই দেখা যাচ্ছে না। বড়দিনেও খানিকটা হতাশই হতে হতে হল তাঁদের যাঁরা কনকনে ঠাণ্ডার জন্য অপেক্ষা করছিলেন। আবহাওয়া দফতর সূত্রে খবর, গত ১০ বছরের ‘উষ্ণতম বড়দিন’ এটাই।
আরও পড়ুন: West Bengal Weather: জাঁকিয়ে শীত কি আদৌ পড়বে? বছরশেষে কেমন থাকবে আবহাওয়া?
জানা গিয়েছে, উত্তর-পশ্চিম ভারতে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে যা সোমবার রাজ্যে প্রবেশ করেছে। এখানেই শেষ নয়। শুক্রবার উত্তর-পশ্চিম ভারতে ঢুকতে পারে আরও একটি ঝঞ্ঝা। আর এই জোড়া ফলাই শীতের স্বাভাবিক গতিপথে নাকি বাধা হয়ে দাঁড়িয়েছে। আগামী ২ দিনে তাপমাত্রার (West Bengal Weather) খুব একটা হেরফের হবে না বলে জানা গিয়েছে।
কোথায় কোথায় বৃষ্টি?
এদিকে বড়দিনে দক্ষিণবঙ্গের তিন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ পশ্চিম এবং পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা জেলায় হালকা বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টি হতে পারে দার্জিলিঙেও৷ তবে উত্তরবঙ্গের আর কোনও জেলাতে বৃষ্টির সম্ভাবনা নেই।
জানা গিয়েছে, আগামী ২৭ ডিসেম্বরের পর বাংলায় জাঁকিয়ে শীত (West Bengal Weather) পড়তে পারে। তবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলারই আবহাওয়া শুষ্ক থাকবে।