সুপ্রিয় বসাক, জলপাইগুড়ি, ইন্ডিয়া নিউজ বাংলা : Kisan Rail Service এই প্রথম জলপাইগুড়ির টাউন স্টেশন থেকে কৃষকদের জন্য বিশেষ ‘কিসান রেল’ পরিষেবা চালু হল। রবিবার টাউন স্টেশনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে কিসান রেলের উদ্বোধন হল। উপস্থিত ছিলেন রেলের একঝাঁক আধিকারিক-সহ জলপাইগুড়ি সাংসদ জয়ন্তকুমার রায়। কিসান ট্রেনের মাধ্যমে কৃষকরা সামান্য টাকার বিনিময়ে দেশের বিভিন্ন জায়গায় নিজেদের ফসল বিক্রি করতে পারবেন। কিসান ট্রেনে মোট ১৮টি বগি থাকছে এবং ফসল যেন নষ্ট না হয় তার জন্য সুব্যবস্থা রাখা রয়েছে বগিগুলিতে।
এদিন টাউন স্টেশন থেকে ফিতে কেটে কিসান রেলের উদ্বোধন করলেন সাংসদ জয়ন্তকুমার রায়। সঙ্গে ছিলেন রেলের আধিকারিকরা। উদ্বোধনের পর সাংসদ বলেন, ‘কিসান রেলের মাধ্যমে কৃষকরা ফসল দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করতে পারবে। চাহিদা অনুযায়ী ফসল নিয়ে যাওয়া হবে। আপাতত আলু দিয়ে শুরু হল। এতে কর্মসংস্থান বাড়বে। শুধু আলু নয় টমেটো, লঙ্কা ছাড়াও বিভিন্ন ফসল নিয়ে যাওয়া হবে।’
কিসান ট্রেনের মাধ্যমে ফসল বিক্রিতে সুবিধা Kisan Rail Service
আরও পড়ুন : Kidnapping case at Malda অটোচালককে অপহরণ! কালিয়াচক থেকে গ্রেফতার দুই দুষ্কৃতী, উদ্ধার অটো-সহ চালক
‘কিসান রেল’ পরিষেবার প্রথম দিনেই কৃষকদের উৎপাদিত আলু ট্রেনের বগিতে তোলা হয়। সেই আলু রানিনগর হয়ে আগরতলার উদ্দেশে নিয়ে যাওয়া হবে। এতে ফসলের সঠিক দাম যেমন পাবেন তেমনি আর্থিকভাবে লাভবান হবেন বলে আশাবাদী কৃষকরা। অন্যদিকে কোচবিহার জেলার হলদিবাড়ির ফসল দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করার ব্যবস্থা থাকছে। এখন থেকে কৃষকদের টমেটো, শশা, লঙ্কা দাম না পেয়ে ফেলে দিতে হবে না। কিসান রেলের মাধ্যমে ভিন রাজ্যে ফসল পাঠাতে পারবেন। এদিনের কিসান রেলের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটিহার ডিভিশনের সিনিয়র ডিসিএম অমরমোহন ঠাকুর, এনজেপির এডিআরএম সঞ্জয় সি, এনজেপির এরিয়া ম্যানেজার আশিস আলি।
—–
Published by Subhasish Mandal