ইন্ডিয়া নিউজ বাংলা
Kalyani TMC Clash
নদীয়া:- কল্যাণী পৌর নির্বাচনের 10 নম্বর ওয়ার্ডের প্রচারে যাওয়ার উদ্দেশ্যে সগুনা গ্রাম পঞ্চায়েতের ঘোড়াগাছা গ্রামের জুনিয়র বেসিক স্কুলের মাঠে জড়ো হয়েছিলেন তৃণমূলের ৫০ জনের বেশি কর্মী সদস্যরা। সেখানেই তৃণমূলের অন্য গোষ্ঠীর বেশ কয়েকজন সশস্ত্র যুবক হামলা করে বলে অভিযোগ। এই অভিযোগ করেছেন প্রাক্তন যুব তৃণমূল কংগ্রেস সভাপতি মোহাম্মদ কুতুবুউদ্দিন মন্ডল। তিনি বলেন কল্যাণী টাউনের সভাপতির ডাকে তারা মিটিংয়ে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন এমন সময়, ওই এলাকারই তৃণমূলের সভাপতি হিসেবে দায়িত্বে থাকা মিলন রায় ডাকনাম বুকু ও তার ঘনিষ্ঠ কয়েকজন অতর্কিত হামলা করে এবং ব্যাপক বোমাবাজি করে।
বেশ কয়েকজনকে গুরুতর যখম অবস্থায় ভর্তি Kalyani TMC Clash
স্থানীয় জুনিয়র বেসিক স্কুলের ওই মাঠে তখন একটি মেলা চলছিলো। মেলার মধ্যেই হুড়োহুড়ি পড়ে যায়। মেলা বন্ধ করে দিতে বাধ্য হয়। মেলায় আসা বিক্রেতা লক্ষ্মী রানী দেবনাথ জানান, ভয়ংকর মারামারি এবং এবং তিন-চারটে বোমাবাজি হয় দু’পক্ষের মধ্যে। বেশ কয়েকজনকে গুরুতর যখম অবস্থায় ভর্তি হয় কল্যাণী জে এন এম হাসপাতালে নিয়ে যাওয়া হয়।ঘটনাস্থলে কল্যাণী এবং হরিণঘাটা থানারই পুলিশ উপস্থিত হয়, মেলা বন্ধের নির্দেশ দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে। একদিকে দূর-দূরান্ত থেকে আগত ছোটখাটো দোকানিদের রোজগার বন্ধের মুখে পড়েছে। অন্যদিকে আতঙ্ক ছড়িয়েছে এলাকার মানুষের মধ্যে।
Kalyani TMC Clash