ইন্ডিয়া নিউজ বাংলা, কলকাতা, Kabir Suman apologized : নিজের আচরণের জন্য সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চাইলেন গায়ক কবীর সুমন। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘ভেবে দেখলাম সে দিন টেলিফোনে এক সহনাগরিককে যে গাল দিয়েছিলাম, সেটা সুশীল সমাজের নিরিখে গর্হিত কাজ।’
বিতর্কিত অডিওর সত্যতা যাচাই করেনি ইন্ডিয়া নিউজ বাংলা, Kabir Suman apologized
গত কয়েক দিন ধরেই কবীর সুমনকে নিয়ে উত্তেজিত রাজনৈতিক মহল থেকে নাগরিক সমাজ। কারণ, সোশ্যাল মিডিয়ায় একটি অডিয়ো। সেই অডিওতে শোনা যাচ্ছে, সংবাদমাধ্যমের এক কর্মীকে অকথ্য ভাষায় গালিগালাজ করছেন অপর প্রান্তে থাকা এক ব্যক্তি। এমনকি সংবাদমাধ্যম কর্মীর পরিবারকেও রেয়াত করছেন না তিনি। ফোনের অপর প্রান্তের কণ্ঠস্বর কবীর সুমনের বলেই দাবি। যদিও অডিওর সত্যতা যাচাই করেনি ইন্ডিয়া নিউজ বাংলা। এই ঘটনার পরেই কবীর সুমনের সমালোচনায় সরব হয় বিভিন্ন মহল।
‘আমি সহনাগরিকের কাছে, বিজেপি আরএসএস-এর কাছে এবং বাঙালিদের কাছে ক্ষমাপ্রার্থনা করছি’ কবীর সুমন, Kabir Suman apologized
রাজ্য বিজেপির তরফে গায়কের নামে মুচিপাড়া থানায় একটি অভিযোগ দায়েরও করা হয়। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ শনিবার সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘জনপ্রিয় গায়ক বা প্রতিভাধর বুদ্ধিজীবী হলেই এ সব বলা যাবে, এটা হতে পারে না। এর জন্য ক্ষমা চাওয়া উচিত।’ এর পরেই ফেসবুকে কবীর সুমন লেখেন, ‘এতে কাজের কাজ কিছু হল না, মাঝখান থেকে অনেকে রেগে গেলেন, উত্তেজিত হলেন। এমনিতেই করোনার উৎপাত তার উপর ফোনে গালমন্দ—লাভ কী। তাই আমি সহনাগরিকের কাছে, বিজেপি আরএসএস-এর কাছে এবং বাঙালিদের কাছে ক্ষমাপ্রার্থনা করছি।’
ক্ষমা চাইলেও অনুতপ্ত নন গায়ক, Kabir Suman apologized
কবীর সুমনের এই আচরণে বিরক্ত অনেক নামজাদা ব্যক্তিত্বও। যদিও নিজের কাজের জন্য অনুতপ্ত নন বলে জানিয়েছেন গায়ক।
আরোও পড়ুন : পুলিশ ও এসটিএফ-র যৌথ অভিযানে উদ্ধার বিপুল পরিমাণে গাঁজা,গ্ৰেফতার ৫