Tuesday, September 17, 2024
Homeরাজ্যউত্তর ২৪ পরগণাJute Mill Closed in Bhatpara রিলায়েন্স জুটমিলে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ, কাঁকিনাড়ায়...

Jute Mill Closed in Bhatpara রিলায়েন্স জুটমিলে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ, কাঁকিনাড়ায় রেল অবরোধ শ্রমিকদের

তন্ময় দাস, উত্তর ২৪ পরগনা, ইন্ডিয়া নিউজ বাংলা : ভাটপাড়ার রিলায়েন্স জুটমিলে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ। সকালবেলা কাজে যোগ দিতে এসে কারখানার গেটে নোটিশ দেখে মাথায় হাত শ্রমিকদের। ক্ষোভে উত্তর ২৪ পরগনার কাঁকিনাড়া রেল স্টেশনে অবরোধ করে শ্রমিকেরা। অফিস টাইমে ট্রেন পরিষেব বিঘ্ন ঘটায় সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। পরে ভাটপাড়া থানার পুলিশ ও জিআরপি মৃদু লাঠিচার্জ করে অবরোধকারীদের হটিয়ে দেয়। অবরোধ চলে সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে আটটা পর্যন্ত।

কর্মহীন হয়ে পড়েলেন ৪ হাজার শ্রমিক Jute Mill Closed in Bhatpara

আরও পড়ুন : Anger of traders in East Burdwan মেলা থেকে খেলা সবই চলছে! দুদিন বাজার বন্ধে ক্ষোভ বাড়ছে ব্যবসায়ীদের

রিলায়েন্স জুটমিল বন্ধ হয়ে যাওয়ার ফলে কর্মহীন হয়ে পড়েছেন প্রায় ৪ হাজার শ্রমিক। কারখানা কর্তৃপক্ষ নোটিশে কাঁচামাল পাটের জোগান না থাকার কথা উল্লেখ করেছেন। এদিকে কর্মহীন হয়ে পড়া শ্রমিকদের অভিযোগ কাঁচামালের জোগানের খবর মিথ্যা। কারখানা কর্তৃপক্ষ বেশি দামে কাঁচামাল অন্য জায়গায় বিক্রি করে দিয়েছে বেশি মুনাফার জন্য। শ্রমিকদের চিন্তা মিল বন্ধ হয়ে যাওয়ার ফলে তাঁদের সংসার কীভাবে চলবে।

এদিকে কাঁকিনাড়ায় রেল অবরোধের জেরে শিয়ালদা মেন শাখায় সকালবেলা ট্রেন চলাচল বিপর্যস্ত হয়ে পড়ে। একে একে বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে একাধিক ট্রেন। রেল অবরোধের খবর পেয়ে ভাটপাড়া থানার পুলিশ ও জিআরপি এসে পরিস্থিত স্বাভাবিক করে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানিয়েছেন, জুটমিল বন্ধের প্রতিবাদে রেল অবরোধ সম্পূর্ণ অযৌক্তিক।

—–
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular