Friday, November 22, 2024
Homeরাজ্যJute Mill closed হাওড়া জুট মিলে সাসপেনশন অব ওয়ার্কের নোটিশ, কর্মহীন প্রায়...

Jute Mill closed হাওড়া জুট মিলে সাসপেনশন অব ওয়ার্কের নোটিশ, কর্মহীন প্রায় আড়াই হাজার শ্রমিক

অনুপ রায়, হাওড়া, ইন্ডিয়া নিউজ বাংলা : Jute Mill closed আবারও বন্ধ হল শিবপুরের হাওড়া জুট মিল। সাসপেনশন অব ওয়ার্কের নোটিশ ঝুলল মিল গেটে। এরই প্রতিবাদে আজ গেটের সামনে বিক্ষোভ ও প্রতিবাদ সভায় সামিল হলেন শ্রমিকরা। মিলের শ্রমিক সংগঠনের সদস্য ওম প্রকাশ সাউ জানান, ২০১৩ সাল থেকে ইচ্ছাকৃতভাবে মিলে অচলাবস্থা তৈরি করছে কর্তৃপক্ষ। অনেকবার মিল বন্ধ করেছে। এবারও কোনও আলোচনা না করে মিল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হল। ফলে সমস্যায় পড়লেন প্রায় ২ হাজার ৪০০ শ্রমিক। শুক্রবার মিলে শ্রমিকদের ছুটি থাকে। সেই সুযোগে বিদ্যুতের সংযোগ ইচ্ছাকৃতভাবে কেটে দিয়েছে কর্তৃপক্ষ এমনই অভিযোগ। আর বিদ্যুৎ নেই বলে মিল বন্ধ রাখা হয়েছে বলে অজুহাত দেখানো হচ্ছে। আরও অভিযোগ এই অজুহাতে শ্রমিকদের চলতি সপ্তাহের মজুরি বকেয়া রেখেই মিল বন্ধের নোটিশ দিল হাওড়া মিলস কোম্পানি কর্তৃপক্ষ। ফলে অনিশ্চয়তার সম্মুখীন হল শ্রমিকরা। তাঁদের দাবি অবিলম্বে মিল খুলতে হবে। নাহলে বড়সড় আন্দলনের পথে হাঁটতে বাধ্য হবেন। যদিও মিল কর্তৃপক্ষ এ বিষয়ে কিছু বলতে রাজি হয়নি।

সাসপেনশন অব ওয়ার্কের নোটিশ হাওড়া জুট মিলে Jute Mill closed

আরও পড়ুন : Asansol Municipality Election জামুড়িয়ার শ্রীপুরহাট হাই স্কুলে বুথ দখল ও ছাপ্পা ভোটের অভিযোগে উত্তেজনা

———–
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular