Sunday, November 24, 2024
HomepoliticalJayprakash Majumdar join TMC তৃণমূলে যোগ দিলেন জয়প্রকাশ মজুমদার, তালিকায়...

Jayprakash Majumdar join TMC তৃণমূলে যোগ দিলেন জয়প্রকাশ মজুমদার, তালিকায় অনেকে

কৌশিক দাস,ইন্ডিয়া নিউজ বাংলা, কলকাতা: গেরুয়া শিবিরের রক্তক্ষরণ অব্যাহত। দল থেকে বহিষ্কৃত বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার যোগ দিয়েছেন তৃনমূলে।  নজরুল মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতেই তৃণমূলে যোগ দেন জয়প্রকাশ মজুমদার। তাঁর হাতে পতাকা তুলে দেন ফিরহাদ হাকিম। তৃণমূলে জয়প্রকাশ সহ-সভাপতি পদে থাকবেন। গত  বিধানসভা নির্বাচনে তিনি বিজেপির মুখপাত্র ছিলেন।

সেইসঙ্গে আর কারা কারা যোগ দেবেন তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।
প্রসঙ্গত সোমবারই বিক্ষুব্ধ বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করেছিলেন লকেট চট্টোপাধ্যায়। সেই বৈঠকে উপস্থিত ছিলেন জয়প্রকাশ মজুমদার রাজু বন্দ্যোপাধ্যায়, রিতেশ তেওয়ারি, সায়ন্তন বসু সহ একাধিক নেতৃত্ব।

Jayprakash Majumdar join TMC  তৃণমূলে যোগ দিলেন জয়প্রকাশ মজুমদার, তালিকায় অনেকে

তবে এতদিন কেন্দ্রীয় নেতা তথা শান্তনু ঠাকুরকে কেন্দ্র করে বিক্ষুব্ধ এবং বিদ্রোহী বিজেপি নেতাদের কার্যত একটা ‘জোট’ তৈরি হচ্ছিল। কিন্তু এবার নয়া ছবি বিজেপিতে! লকেট ফিরতেই দলের বিদ্রোহী নেতাদের নিয়ে বৈঠকে বসলেন তিনি।

গত কয়েকদিন জয়প্রকাশ মজুমদার রীতিমত রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এমনকি তাঁর অভিজ্ঞতা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লড়াই সম্ভব নয় বলেও দাবি ছিল বিদ্রোহী এই বিজেপি নেতার।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সম্ভবত বিক্ষুব্ধদের সঙ্গে বৈঠকেই শেষ পেরেকটা পোঁতা হয়েছিল। সোমবার সকালে আকস্মিক নজরুল মঞ্চের সামনে তৃণমূল নেতাদের পাশেই দেখা যায় জয়প্রকাশকে। আজ নজরুল মঞ্চে তৃণমূলের সাংগঠনিক বৈঠক। সেই বৈঠকে তাঁর উপস্থিতিই ঘটাল জল্পনার অবসান।

Published by Samyajit Ghosh

 

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular