Tuesday, September 17, 2024
Homeরাজ্যজলপাইগুড়িJalpaiguri Rail accident Ghost Fear ভূতের ভয় না দুষ্কৃতি দৌরাত্ম্য, দোমহনির দুর্ঘটনাস্থলে...

Jalpaiguri Rail accident Ghost Fear ভূতের ভয় না দুষ্কৃতি দৌরাত্ম্য, দোমহনির দুর্ঘটনাস্থলে কিসের আতঙ্ক তাড়া করছে বাসিন্দাদের

সুপ্রিয় বসাক, জলপাইগুড়ি, ইন্ডিয়া নিউজ বাংলা, Jalpaiguri Rail accident Ghost Fear অমাবস্যার রাতে নাকি ভুতেদের তান্ডব বেশি হয়।গ্রামবাংলায় এখনও এই মত প্রচলিত রয়েছে। বিজ্ঞানের যুগে এসব নিছকই সাধারণ মানুষের ভুল ধারণা। মানুষের মনের ভুল ভাঙতে, ময়নাগুড়িতে যেখানে কিছু দিন আগে রেল দুর্ঘটনা হয়েছিল সেখানেই সারারাত কাটালেন ময়নাগুড়ি থানার আইসি তমাল দাস। আইসি-র সঙ্গে ছিলেন থানার পুলিশ কর্মী রামমোহন রায়। সারা রাত ধরে তাঁরা পড়ে থাকা রেলের কামরা গুলি প্রত্যক্ষ করেন। দুর্ঘটনাগ্রস্ত স্থানের পাশে থাকা ঝোপ গুলিও খতিয়ে দেখেন তাঁরা।

সূর্য ডুবলেই শোনা যাচ্ছে অচেনা আওয়াজJalpaiguri Rail accident Ghost Fear

উল্লেখ্য, ১৩ জানুয়ারি জলপাইগুড়ির দোমহতে দুর্ঘটনার সম্মুখীন হয় বিকানের-গুয়াহাটি এক্সপ্রেেস। দুর্ঘটনায় ৯ জনের মৃত্যু হয়। আহত হন ৪২ জন যাত্রী। এলাকার বাসিন্দাদের দাবি, সূর্য ডুবলেই শোনা যাচ্ছে অচেনা আওয়াজ। অশরীরী আত্মার আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে  দুর্ঘটনাস্থল লাগোয়া মৌয়ামাড়ি গ্রামের বাসিন্দাদের।

অশরীরী আত্মার আতঙ্ক কাটাতে কীর্তনের ব্যবস্থাJalpaiguri Rail accident Ghost Fear

অশরীরী আত্মার আতঙ্ক কাটাতে কীর্তনের ব্যবস্থা করেন এলাকার বাসিন্দারা। তাতেও কাজ হয় নি। ভূতের ভয় কাটাতে জলপাইগুড়ির ময়নাগুড়িতে দোমোহনি রেল দুর্ঘটনাস্থল ঘুরে গ্রামবাসীদের মনের ভয় তাড়ানোর চেষ্টা করলেন ব্লক প্রশাসনের আধিকারিকরা।এলাকাবাসীদের সঙ্গে কথা বলেন তারা। ভূূূূতের ভয়় কাটাতে বিডিও  শুভ্র নন্দীর পাশাপাশি সোমবার সারা রাত দুর্ঘটনাস্থলে থাকেন আইসি তমাল দাস। এলাকাবাসীদের অনেকের ধারণা, দুর্ঘটনাস্থলের পাশে বাঁশের ঝোপ গুলিতে দুষ্কৃতিদের আস্তানা থাকতে পারে। তারাই হয়তো গ্রামবাসীদের ভয় দেখাচ্ছে।

আরও পড়ুন : জয় জোহার মেলা, আদিবাসী জনজাতির কৃষ্টি সংস্কৃতি

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular