ইন্ডিয়া নিউজ বাংলা, কলকাতা, Jago Bangla : মানচিত্র বিতর্কে ‘জাগো বাংলা‘। ২৯ জানুয়ারি (শনিবার) জাগো বাংলার সম্পাদকীয়তে ভারতের অসম্পূর্ণ মানচিত্র ছাপার অভিযোগ তুলেছেন বিজেপি নেতা ও আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি। বিজেপির তরফে এই মর্ম একটি আইনি নোটিশও পাঠানো হয়েছে তৃণমূলের অফিসে। সেখানে উল্লেখ করা হয়েছে, ভারতীয় মানচিত্রকে তৃণমূলের মুখপত্রে যেভাবে বিকৃত করা হয়েছে, তা আন্তর্জাতিক স্তরে ভারতের জন্য ক্ষতিকর। তাই জাগো বাংলা কর্তৃপক্ষকে এ নিয়ে ব্যাখ্যা দিতে হবে দেশের মানুষের কাছে। এই ঘটনা সামনে আসার পর স্বাভাবিক ভাবেই জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। তৃণমূলের তরফে গোটা বিষয়টির জন্য ক্ষমা চাওয়ার পাশাপাশি অনিচ্ছাকৃত ভুল বলে দাবি করা হয়েছে।
‘তৃণমূলের এই ভুল ইচ্ছাকৃত’, দাবি বিজেপির
বিজেপির ট্যুইটার অ্যাকাউন্ট থেকে জাগো বাংলার সম্পাদকীয়র ২৯ জানুয়ারি সংখ্যার একটি ছবি শেয়ার করা হয়েছে। যেখানে পরিস্কার বোঝা যাচ্ছে যে, জাগো বাংলা ভারতের যে মানচিত্র প্রকাশ করেছে, সেখানে আর সবকিছু থাকলেও কাশ্মীর নেই। আর এটা নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিরোধীরা প্রশ্ন তুলেছে, পাকিস্তানের মতো তৃণমূলও কী কাশ্মীরকে ভারতের অঙ্গ বলে মানে না?
বিজেপির ট্যুইটে আরও লেখা হয়েছে, ‘তৃণমূলের দৈনিক জাগো বাংলায় প্রকাশিত প্রতিবেদনে ভারতের মানচিত্র থেকে জম্মু ও কাশ্মীরকে বাদ দেওয়া হয়েছে। শাসকদলের সংবাদপত্র কি ভুলে গেছে, যে জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ? নাকি এই ভুল ইচ্ছাকৃত’?
আরও পড়ুন : সাংসদ পদ কি খারিজ হচ্ছে শিশির অধিকারীর, জল্পনা রাজনৈতিক মহলে