Friday, October 18, 2024
Homeরাজ্যJagdeep Dhankar : রাজ্যপালকে নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে ব্লক করে দিলেন...

Jagdeep Dhankar : রাজ্যপালকে নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে ব্লক করে দিলেন মুখ্যমন্ত্রী , পাল্টা রাজ্যপালের টুইট আইনের শাসনকে কেউ ব্লক করতে পারেন না

ইন্ডিয়া নিউজ বাংলা

কলকাতা: রাজ্যপাল জগদীপ ধনকড়কে নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে ব্লক করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সোমবার নবান্নে নিজেই একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ দীর্ঘদিন ধরেই রাজ্যের সঙ্গে রাজ্যপালের বিরোধ চলছিল ৷ হালফিলে তা চরমে ওঠে ৷ তারই পরিণতিতে মুখ্যমন্ত্রী রাজ্যপালকে টুইটার অ্যাকাউন্ট থেকে ব্লক করে দিলেন ৷ রাজ্য-রাজ্যপাল সংঘাত লেগেই ছিল। বিল পাস থেকে নানা ইস্যুতে বারবার বিরোধ প্রকাশ্যে চলে এসেছে। প্রধানমন্ত্রীর কাছে বারবার অভিযোগ জানিয়েও লাভ হয়নি। শেষ পর্যন্ত রাজ্যপাল জগদীপ ধনখড়কে টুইটাই অ্যাকাউন্টে ব্লক করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এ দিন তিনি নিজেই এই খবর দিয়েছেন। দুঃখপ্রকাশ করে জানান, এই সিদ্ধান্ত নিতে তিনি বাধ্য হয়েছেন। রাজ্যপাল ‘সুপার পাহারাদার’ হিসেবে উল্লেখ করে কটাক্ষও করেছেন মুখ্যমন্ত্রী। রাজ্যপাল জগদীপ ধনকড়কে টুইটারে ব্লক করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ নবান্নে সাংবাদিক বৈঠকে এই কথা নিজেই জানালেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর কথায়, ‘আজ আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। উনি প্রতিদিন আমাকে, অফিসারদের গালাগালি করেন। উনি আমাদের শুধু আদেশ দিতেন। পরামর্শ নয়। একজন সিলেক্টেড লোক হয়ে দিনের পর দিন এই কাজ করে যাচ্ছিলেন। ওঁর টুইট দেখে আমার ভালো লাগত না। আমরা যেন ওঁর চাকর-বাকর, বন্ডেড লেবার। এদিন বাধ্য হয়ে আমি টুইট অ্যাকাউন্ট থেকে ওঁকে ব্লক করে দিয়েছি।

 আর ও পড়ুন : Mamata Banerjee : ৩ রা ফেব্রুয়ারি থেকে খুলছে স্কুল,কলেজ, বিশ্ববিদ্যালয়

মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘ওঁর টুইট দেখে আমার প্রতিদিন খারাপ লাগত। যে কথা বলা উচিত নয়, সেগুলি বলতেন। অমানবিক কথাবার্তা বলতেন। আমি তাই বাধ্য হয়েছি ব্লক করে দিতে। আমি প্রধানমন্ত্রীকে এই নিয়ে ৪ বার চিঠি লিখেছি। কোনও পদক্ষেপ করা হয়নি। আমাদের অফিসারদের ভয় দেখাচ্ছেন। যখন তখন ডাকছেন। উনি এগুলো করতে পারেন না। সম্পূর্ণ অসাংবিধানিক কাজ। তাও করে চলেছেন। উনি সরাসরি ভয় দেখাচ্ছেন। এভাবে চলতে পারে না।’ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তিনি শুনেছেন রাজ্যপাল আদালত থেকে শুরু করে, ইনকাম ট্যাক্স, কলকাতা সিপি, কলকাতা ডিডি, ডিএম, এসপি, মুখ্য সচিব সবাইকে ভয় দেখাচ্ছেন। তারপরই মমতার সংযোজন, ‘এভাবে চলতে পারে না। আমি কেন্দ্র সরকারকে বারবার বলেছি। নিজে গিয়ে কথা বলে এসেছি। পরে বলবেন না যে, আমি জানাইনি।’

পাল্টা রাজ্যপালের টুইট  Jagdeep Dhankar

মুখ্যমন্ত্রী মমতা সাংবাদিক বৈঠকেের কিছুক্ষণ পরেই রাজ্যপাল জগদীপ ধনকড় পাল্টা টুইটারে লেখেন, ‘সংবিধানের অনুচ্ছেদ ১৫৯-এ বলা আছে, সাংবিধানিক নিয়ম-নীতি এবং আইনের শাসনকে কেউ ব্লক করতে পারেন না।দায়িত্বপ্রাপ্তদের উচিত দেশের সংবিধানের প্রতি আস্থা রাখা।’

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular