Saturday, September 23, 2023
Homeরাজ্যISKCON CELEBRATE GITA JAYANTI, শ্রীকৃষ্ণ গীতা জয়ন্তী পালন করল ইসকন

ISKCON CELEBRATE GITA JAYANTI, শ্রীকৃষ্ণ গীতা জয়ন্তী পালন করল ইসকন

এই দিন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান শ্রবণ করিয়েছিলেন ।

শ্রীকৃষ্ণ গীতা জয়ন্তী পালন করল ইসকন।

করোনা বিধি মেনে মহাসমারোহে পালিত হল নদীয়ার মায়াপুর ইসকন মন্দিরের গীতা জয়ন্তী উৎসব। উল্লেখ্য, শাস্ত্রীয় মতে মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধ চলাকালীন এই দিন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান শ্রবণ করিয়েছিলেন। সেই মোতাবেক প্রতিবছর বিশেষ এই দিনটিতে মায়াপুর ইসকন মন্দির প্রাঙ্গণে মহাসমারোহে পালিত হয় গীতা জয়ন্তী উৎসব।

 

পাশাপাশি গীতা জয়ন্তী উৎসব কে কেন্দ্র করে নিরাপত্তা ফেলা হয়েছে সমগ্র ইসকন মন্দির প্রাঙ্গণ বলেও জানা গিয়েছে ইসকন সূত্রে।

গীতা জয়ন্তী উৎসব উপলক্ষে মঙ্গলবার সম্পূর্ণভাবে বৈদিক মতে বিশ্ব শান্তি যোগ্য পালিত হচ্ছে ইসকন মন্দির প্রাঙ্গণে। বিশেষ এই উৎসবকে কেন্দ্র করে দেশ বিদেশ থেকে আগত প্রায় আড়াই হাজার ভক্ত বৃন্দ সমবেত হয়েছেন মন্দির প্রাঙ্গণে। সার্বিক সুরক্ষার দিকে নজর রেখে সম্পূর্ণ উৎসবটি করোনা স্বাস্থ্যবিধি মেনে পালিত হচ্ছে জানিয়েছেন  ইস্কন কর্তৃপক্ষ।

RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular