Friday, October 18, 2024
Homeরাজ্যদক্ষিণ ২৪ পরগণাInitiative to build Govardhanpur tourist center গোবর্ধনপুরে পর্যটন কেন্দ্রে তৈরির উদ্যোগ বিধায়কের

Initiative to build Govardhanpur tourist center গোবর্ধনপুরে পর্যটন কেন্দ্রে তৈরির উদ্যোগ বিধায়কের

শম্ভুনাথ মন্ডল, দক্ষিণ ২৪ পরগনা, ইন্ডিয়া নিউজ বাংলা,Initiative to build Govardhanpur tourist center গোবর্ধনপুরে তৈরি হবে পর্যটন কেন্দ্র। বিধায়ক সমীর কুমার জানার উদ্যোগে তৈরি হবে এই পর্যটন কেন্দ্র। বুুধবার সকালে পর্যটন কেন্দ্রের জন্য প্রস্তাবিত জায়গা রামগঙ্গা ঘাট থেকে লঞ্চে করে ঘুরে দেখেন বিধায়়ক নিজে।

২০১৪ সালে পর্যটনকেন্দ্র করার জন্য মুখ্যমন্ত্রীর কাছে দরবার বিধায়কের Initiative to build Govardhanpur tourist center 

উল্লেখ্য,২০১৪ সালে গোবর্ধনপুরে পর্যটনকেন্দ্র করার জন্য মুখ্যমন্ত্রীর কাছে দরবার করেন বিধায়ক সমীর কুমার জানা। মুখ্যমন্ত্রীর অনুমতি পেয়ে পর্যটন কেন্দ্রের  কাজকর্ম শুরু হয়। তবে পর্যটন কেন্দ্রের যে টুকু কাজ হয়েছিল, তা আম্ফান এবং ইয়াসের পরে নদীতে তলিয়ে যায়। এখন আবার নতুন করে গড়ে তোলার পালা। আজ (বুধবার) সকালে বিধায়ক বিভিন্ন সরকারি আধিকারিকদের সঙ্গে নিয়ে গোবর্ধনপুর পর্যটন কেন্দ্র, ধনচে ফরেস্ট রেঞ্জ ঘুরে দেখেন। পর্যটকদের সুবিধার জন্য দ্রুত মনোরম পরিবেশ যাতে তৈরি করা যায় সেদিকে লক্ষ্য দেবেন বলে জানান বিধায়ক সমীর কুমার জানা।

আরও পড়ুন : দেওয়াল ভাঙাকে কেন্দ্র করে পুর নির্বাচনের আগে উত্তপ্ত দিনহাটা

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular