Thursday, November 21, 2024
Homeরাজ্যদক্ষিণ ২৪ পরগণাRecognition of India Book of Records মুখে তুলি ধরে মাত্র ২০ সেকেন্ডেই...

Recognition of India Book of Records মুখে তুলি ধরে মাত্র ২০ সেকেন্ডেই রবীন্দ্রনাথের প্রতিকৃতি! পাথরপ্রতিমার সমরেশকে কুর্নিশ ইন্ডিয়া বুক অব রেকর্ডসের

শম্ভুনাথ মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা, ইন্ডিয়া নিউজ বাংলা : Recognition of India Book of Records মাত্র ২০ সেকেন্ডেই এঁকে ফেললেন রবীন্দ্রনাথ ঠাকুরকে। অবাক করা বিষয় এটা নয়। আসল ঘটনাটা হল ২০ সেকেন্ডে বিশ্বকবিকে আঁকলেন হাত দিয়ে নয়, মুখে তুলি ধরে। হ্যাঁ, অবাক হওয়ার মতো এমন ঘটনা ঘটিয়ে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম তুললেন দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমা ব্লকের দক্ষিণ গোবিন্দপুর এলাকার দরিদ্র ঘরের ছেলে সমরেশ মাইতি।

মুখে তুলি ধরে ২০ সেকেন্ডে আঁকলেন বিশ্বকবিকে Recognition of India Book of Records

ছোটবেলা থেকেই ছবি আঁকার দিকেই ঝোঁক ছিল সমরেশের। দরিদ্র পরিবারের ছেলে হওয়ায় ঠিকমতো আঁকা শেখাতে পারেননি মা। নিজের প্রচেষ্টায় চোখ, মুখ, মাথার চুলে তুলি বেঁধে, কাঠে আগুন দিয়ে কাঠকয়লার সাহায্যে এঁকে চলেছেন নানান চিত্র। এছাড়া শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গে একসঙ্গে বহু তুলি বেঁধে এবং বিভিন্ন শাকসবজি দিয়েও ছবি ফুটিয়ে তুলেছেন সমরেশ মাইতি। মাত্র ২০ সেকেন্ডে রবীন্দ্রনাথ ঠাকুরকে এঁকে ফেলায় তাঁকে সম্মান জানাল ইন্ডিয়া বুক অব রেকর্ডস। স্বীকৃতিস্বরূপ সার্টিফিকেট ও মেডেল পেয়ে সমরেশের সঙ্গে খুশি গ্রামের মানুষজনেরাও।

Recognition of India Book of Records

আরও পড়ুন : Belur Math opening ২৩ ফেব্রুয়ারি থেকে খুলছে বেলুড় মঠ, প্রবেশ করতে পারবেন সাধারণ ভক্ত ও দর্শনার্থীরা

———–
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular