শম্ভুনাথ মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা, ইন্ডিয়া নিউজ বাংলা : Recognition of India Book of Records মাত্র ২০ সেকেন্ডেই এঁকে ফেললেন রবীন্দ্রনাথ ঠাকুরকে। অবাক করা বিষয় এটা নয়। আসল ঘটনাটা হল ২০ সেকেন্ডে বিশ্বকবিকে আঁকলেন হাত দিয়ে নয়, মুখে তুলি ধরে। হ্যাঁ, অবাক হওয়ার মতো এমন ঘটনা ঘটিয়ে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম তুললেন দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমা ব্লকের দক্ষিণ গোবিন্দপুর এলাকার দরিদ্র ঘরের ছেলে সমরেশ মাইতি।
মুখে তুলি ধরে ২০ সেকেন্ডে আঁকলেন বিশ্বকবিকে Recognition of India Book of Records
ছোটবেলা থেকেই ছবি আঁকার দিকেই ঝোঁক ছিল সমরেশের। দরিদ্র পরিবারের ছেলে হওয়ায় ঠিকমতো আঁকা শেখাতে পারেননি মা। নিজের প্রচেষ্টায় চোখ, মুখ, মাথার চুলে তুলি বেঁধে, কাঠে আগুন দিয়ে কাঠকয়লার সাহায্যে এঁকে চলেছেন নানান চিত্র। এছাড়া শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গে একসঙ্গে বহু তুলি বেঁধে এবং বিভিন্ন শাকসবজি দিয়েও ছবি ফুটিয়ে তুলেছেন সমরেশ মাইতি। মাত্র ২০ সেকেন্ডে রবীন্দ্রনাথ ঠাকুরকে এঁকে ফেলায় তাঁকে সম্মান জানাল ইন্ডিয়া বুক অব রেকর্ডস। স্বীকৃতিস্বরূপ সার্টিফিকেট ও মেডেল পেয়ে সমরেশের সঙ্গে খুশি গ্রামের মানুষজনেরাও।
Recognition of India Book of Records
———–
Published by Subhasish Mandal