শম্ভুনাথ মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা, ইন্ডিয়া নিউজ বাংলা : দক্ষিণ ২৪ পরগনা জেলার পৈলানে ৫০ বেডের কোয়ারেন্টাইন সেন্টার এবং র্যাপিড টেস্টের জন্য একটি গাড়ি উদ্বোধন করলেন পরিবহণ প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল। এছাড়াও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সবুজ বাহিনী-র সূচনা করলেন পরিবহণ প্রতিমন্ত্রী। পাশাপাশি দুয়ারে করোনা ভ্যাকসিন কর্মসূচিরও সূচনা করলেন পরিবহণ প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল।
পৈলানে ৫০ বেডের কোয়ারেন্টাইন সেন্টারের উদ্বোধন Inauguration of 50 bed quarantine center at Pailan
সবুজ বাহিনীর সূচনা করে পরিবহণ প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল বলেন, ‘আজ থেকে এই বাহিনী এলাকায় এলাকায় করোনা আক্রান্ত ব্যক্তিদের স্বাস্থ্যকর্মীদের কাছে নিয়ে যাওয়া এবং কোয়ারেন্টাইন সেন্টারে পৌঁছে দেওয়ার কাজে নিবিষ্ট থাকবে। এমনকী অসুস্থের মানুষদের খাবার বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার কাজও করবে তাঁরা।’ পশ্চিমবঙ্গ সরকারের এই উদ্যোগে খুশি এলাকার মানুষজন।
——-
Published by Subhasish Mandal