শম্ভুনাথ মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা, ইন্ডিয়া নিউজ বাংলা : স্ত্রী স্মার্ট ফোন কেনায় সন্দেহের বসে ভাড়াটে খুনি দিয়ে স্ত্রীকে খুনের চেষ্টা। ঘটনাটি ঘটেছে শুক্রবার মধ্যরাতে নরেন্দ্রপুর থানা এলাকার লস্করপুর পেয়ারাবাগানে। ঘটনায় গ্রেফতার স্বামী রাজেশ ঝা ও ভাড়া করে আনা এক দুষ্কৃতী। পলাতক এখনও এক।
এদিকে আক্রান্ত স্ত্রীর বক্তব্য, গতকাল রাতে তাঁর স্বামী রোজকার মতো ঘরে ঢোকে। এরপর স্ত্রীর কাছ থেকে চাবি নিয়ে নিজেই গেটের তালা লাগাতে যান। গেটে তালা লাগাতে দেরি হচ্ছে দেখে গৃহবধূ দেখতে গেলে হঠাৎ করে এক দুষ্কৃতী তাঁর মুখ চেপে ধরে। অপর আরেক দুষ্কৃতী ধারালো অস্ত্র নিয়ে তাঁর দিকে তেড়ে আসেন। আক্রান্ত ওই মহিলা চিৎকার করতে থাকলে তাঁকে খাটে শুইয়ে গলায় ধারালো অস্ত্রের কোপ মারা হয়। তখন গৃহবধূর চিৎকারে স্থানীয়রা ছুটে আসে। ধরা পড়ার ভয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে দুই দুষ্কৃতী ও তাঁর স্বামী। তবে স্থানীয় মানুষজনের তৎপরতায় ধরা পড়ে যায় এক দুষ্কৃতী। এরপর ওই দুষ্কৃতীকে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় খড়দা থেকে আসা লোকাল ট্রেনের টিকিট। গৃহবধূর অভিযোগ, দুষ্কৃতীদের দুজনেরই মুখ ঢাকা ছিল। এরপর স্থানীয় লোকজন ওই গৃহবধূকে গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। তাঁর গলায় সাতটি সেলাই পড়ে। এরপর খবর দেওয়া হয় নরেন্দ্রপুর থানার পুলিশকে। পুলিশ এসে পাকড়াও হওয়া এক দুষ্কৃতী ও স্বামীকে গ্রেফতার করে নিয়ে যায়।
ভাড়াটে খুনি দিয়ে স্ত্রীকে খুনের চেষ্টা! নরেন্দ্রপুরে গ্রেফতার স্বামী ও এক দুষ্কৃতী Husband trying to kill his wife
আরও পড়ুন : Gecko rescued in Odlabari জ্যান্ত তক্ষক-সহ তিন যুবক গ্রেফতার ওদলাবাড়িতে
এই গৃহবধূর আরও অভিযোগ, বিয়ের পর থেকেই তাঁকে শারীরিক ও মানসিক নির্যাতন করত স্বামী রাজেশ ঝা। কিন্তু সন্তানের মুখের দিকে তাকিয়ে সবকিছু মেনে নিতেন তিনি। এমনকী পাড়াপ্রতিবেশীদের সাথে কথা বলতে দিত না তাঁর স্বামী। মোবাইল ফোন ব্যবহার করতে পারত না ওই গৃহবধূ। এই করোনা আবহে স্কুল বন্ধ হয়ে যাওয়ায় স্বামীর কাছে তাঁর সন্তানদের অনলাইনে পড়াশোনার জন্য একটি স্মার্টফোন কিনে দেওয়ার কথা বলেন। স্বামী ফোন কিনে না দেওযায় নিজের জমানো টাকা থেকেই স্মার্ট ফোন কেনেন স্ত্রী। কিন্তু স্বামীর কাছ থেকে লুকিয়ে রাখতেন ফোন। স্বামী বাড়ি থেকে কাজে বের হলে তারপরেই ফোন ব্যবহার করতেন। কিন্তু স্ত্রীকে ফোন ব্যবহার করতে দেখে ফেলার পরেই স্বামী খুনের চেষ্টা করে বলে অভিযোগ। তবে এখনও পলাতক রয়েছে আরও এক দুষ্কৃতী। তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে। স্বামী রাজেশ ঝা ও এক দুষ্কৃতীকে আজ বারুইপুর আদালতে তোলা হবে। তবে কী কারণে এই খুনের চেষ্টা, তার তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ।
—–
Published by Subhasish Mandal