রনিক দত্ত, ইন্ডিয়া নিউজ বাংলা,কলকাতা: HS exam 2022: Strict rules ; ২রা এপ্রিল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। ২৭ এপ্রিল পরীক্ষা শেষ হবে। এবার উচ্চ মাধ্যমিকে পরীক্ষা কেন্দ্রে ভাঙচুর টোকাটুকি রুখতে কড়া পদক্ষেপ নিতে চলেছে সংসদ।
দেখে নেওয়া যাক পর্ষদের নেওয়া পদক্ষেপ;
- যে সমস্ত স্কুলে এই ধরনের ঘটনা ঘটবে সেই স্কুলের অনুমোদন বাতিল করা হবে।
- মালদা, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা সহ একাধিক জেলা স্পর্শকাতর। স্পর্শকাতর পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ও ভিডিও করা হবে।
- এবছর হোম সেন্টারে পরীক্ষা হবে কোভিড এর কারণে। প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে একজন করে কাউন্সিল নমিনি থাকবেন।
- কাউন্সিল নমিনি, ভ্যেনু সুপারভাইজার, সেন্টার ইনচার্জ ও সেন্টার সেক্রেটারি ও স্পেশাল অবজারভার ছাড়া কেউ মোবাইল ব্যবহার করতে পারবেন না।
- প্রতিটি কেন্দ্রে ২ জন ইনভিজিলিটর থাকবেন। একজন তার মধ্যে মোবাইল ইনভিজিলিটর।
- যেদিন যে বিষয়ে পরীক্ষা সেদিন সেই বিষয়ের শিক্ষকরা পরীক্ষা কেন্দ্রে গার্ড দিতে পারবেন না।
HS exam 2022: Strict rules
সল্টলেক বিদ্যাসাগর ভবনে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ হলে সাংবাদিক বৈঠক করেন সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। সেখানেই এই বিজ্ঞপ্তি ঘোষণা করা হয়।
উচ্চমাধ্যমিক ২০২২, ছাত্রের তুলনায় ছাত্রী সংখ্যা বেশি
এবার মোট উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ৭ লক্ষ ৪৫ হাজার। ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা ৪ লক্ষ ৮ হাজার ৩৮ জন। ছাত্র পরীক্ষার্থীর সংখ্যা ৩ লক্ষ ৩৭ হাজার ২৮ জন।
(ছাত্রদের তুলনায় ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা বেশি। প্রায় ৭১ হাজার বেশি ছাত্রী এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসছে)।
২৩টি জেলার মধ্যে ২২টি জেলায় ছাত্র পরীক্ষার্থীর থেকে ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা বেশি।
মোট পরীক্ষা কেন্দ্র ৯৯৮টি
মোট ভ্যেনুর সংখ্যা ৬৭২৭টি।
Published by Samyajit Ghosh