সুপ্রিয় বসাক, জলপাইগুড়ি, ইন্ডিয়া নিউজ বাংলা: Heavy storms and rains in Nagrakata রবিবার বিকেলে নাগরাকাটায় প্রচণ্ড ঝড়বৃষ্টিতে বহু গাছ পড়ে গিয়ে বিদ্যুৎ পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়েছে। বিকেল সাড়ে পাঁচটা থেকে আধঘণ্টার ঝড়ে লণ্ডভণ্ড নাগরাকাটা। এমনকী সুলকাপাড়াতে গাছ পড়ে গিয়ে বিদ্যুতের তার ছিঁড়ে সুলকাপাড়া গ্রামীণ হাসপাতালেও বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। মাঝে সামান্য বৃষ্টি কমলেও ফের শুরু হয় মুষলধারে বৃষ্টি। নাগরাকাটা বাজারের রাস্তাও জলের তলায় চলে গিয়েছে।
এদিকে জেলা পরিষদের মেন্টর অমরনাথ ঝা ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখছেন। অমরনাথবাবু বলেন, কালবৈশাখীর ঝড়বৃষ্টিতে বহু গাছ পড়ে গিয়েছে। বিদ্যুতের তারের মধ্যে কোথাও গাছ, কোথাও সুপারি গাছ পড়ে ছিঁড়ে গিয়েছে। যদিও বিদুৎ দফতরের কর্মীরা বৃষ্টি কমলেই যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেছেন।
Heavy storms and rains in Nagrakata
আরও পড়ুন: Mischief attack on councilor আগ্নেয়াস্ত্র নিয়ে তৃণমূল কাউন্সিলারের উপর হামলা
Published by Subhasish Mandal