Sunday, September 8, 2024
Homeরাজ্যনদিয়াHeavy Storm-Rain at Nadia কয়েক মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড করিমপুর

Heavy Storm-Rain at Nadia কয়েক মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড করিমপুর

সুরজিৎ দাস, নদিয়া, ইন্ডিয়া নিউজ বাংলা: Heavy Storm-Rain at Nadia কয়েকমিনিটে ভয়াবহ ঝড়ে লণ্ডভণ্ড এলাকা, গাছ পড়ে মৃত্যু এক বৃদ্ধর। ঘটনাটি নদিয়ার করিমপুর থানা এলাকার। আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী বেশ কয়েকটি জেলাকে কালবৈশাখী হওয়ার সর্তকতা দেওয়া হয়েছিল। নদিয়ার একাধিক জায়গায় ঝড়-বৃষ্টি না হলেও করিমপুরে কয়েকমিনিটে ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায় গোটা এলাকা।

গতকাল রাতে একাধিক জায়গায় ঝড়ের দাপটে গাছ পড়ে যায়। জানা যায় করিমপুর থানার শিকারপুর রোডের ফুলখালি এলাকায় কৃষ্ণ হালদার (৬০) নামে এক বৃদ্ধ জমিতে কাজ করে বাড়ি ফিরছিলেন। হাওয়ার গতিবেগ হঠাৎ বেড়ে যাওয়ায় এবং দমকা হাওয়ার দাপটে হঠাৎ একটি বড় গাছ ভেঙে পড়ে তাঁর ওপর। ঘটনাস্থলে মৃত্যু হয় ওই বৃদ্ধর। এর পাশাপাশি একাধিক ইলেকট্রিক পোল ভেঙে যায় বলে জানা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় করিমপুর থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। Heavy Storm-Rain at Nadia

পাশাপাশি রাস্তায় একাধিক গাছ ভেঙে পড়ায় চলাচলের অনেকটা সমস্যা হয়। যদিও পরবর্তীকালে প্রশাসনের তরফ থেকে উদ্যোগ নিয়ে গাছগুলি সরিয়ে ফেলা হয় রাস্তা থেকে। তবে একাধিক ইলেকট্রিক পোল ভেঙে যাওয়ায় এখনও বিদ্যুৎহীন হয়ে রয়েছে অধিকাংশ এলাকা। বিদ্যুৎ দফতরের তরফ থেকে দ্রুত কাজ চলছে।

Heavy Storm-Rain at Nadia

আরও পড়ুন: How to download Ayushman Bharat Golden Card ঘরে বসে কীভাবে আয়ুষ্মান কার্ড ডাউনলোড করবেন, এই সহজ পদক্ষেপগুলি অনুসরণ করুন

Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular