Sunday, November 3, 2024
Homeরাজ্যনদিয়াHanskhali Update তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়ায় খুশি মৃত নাবালিকার পরিবার

Hanskhali Update তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়ায় খুশি মৃত নাবালিকার পরিবার

সুরজিৎ দাস, নদিয়া, ইন্ডিয়া নিউজ বাংলা: Hanskhali Update ‘সিবিআইয়ের হাতে তদন্তভার তুলে দেওয়ায় আমরা খুশি। আর দোষীদের ফাঁসি হোক।’ চোখে জল নিয়ে কাতর আবেদন নির্যাতিতার পরিবারের। হাঁসখালি গণধর্ষণকাণ্ডে তদন্তের ভার সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালত পরিষ্কার জানিয়ে দিয়েছে রাজ্য পুলিশের ওপর তাদের আস্থা নেই। তদন্ত করবে কেন্দ্রীয় সংস্থা সিবিআই।

ইতিমধ্যেই হাঁসখালি ধর্ষণকাণ্ডে মূল অভিযুক্ত সোহেল গোয়ালি-সহ গ্রেফতার প্রভাকর পোদ্দার  নামে একজন। গতকাল মৃত নাবালিকার পরিবারের সাথে দেখা করতে এসেছিলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁরা দুইজনেই বলেছেন, পরিবারের সবাই দেখুক মুখ্যমন্ত্রী কোন কথা বলেছেন! সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন পরিবার। শুভেন্দু অধিকারী বলেন, পরিবারের সঙ্গে কথা হল। পরিবার বারবার অভিযোগ করছে রাজ্য পুলিশ তাঁদেরকে হেনস্থা করছে। পরিবারও চাইছে সিবিআই তদন্ত হোক। Hanskhali Update

এদিকে পরিবারের দাবির কয়েক ঘণ্টা কাটতে না কাটতেই কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে হাঁসখালি গণধর্ষণ কাণ্ডে তদন্ত করবে সিবিআই। আজ সিবিআই প্রতিনিধিদল হাঁসখালিতে মৃতার পরিবারের সঙ্গে কথা বলতে আসবেন বলে জানা গেছে। তবে তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়াই খুশি পরিবার। তাঁরা মনে করছেন এবার সঠিক বিচার হবে। তদন্ত করে যারা এই ঘটনার পিছনে দোষী তাদের সবার ফাঁসি হোক এটাই চাইছেন পরিবার।

Hanskhali Update

আরও পড়ুন : Hashkhali Rape: HC orders CBI investigation হাঁসখালি ধর্ষণের মামলা সিবিআই-কে হস্তান্তর  হাইকোর্টের

আরও পড়ুন : Hanskhali Rape Update হাঁসখালি ধর্ষণকাণ্ডে গ্রেফতার আরও এক, নাবালিকার বাড়িতে চাইল্ড লাইনের প্রতিনিধিদল

————
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular