অনিসা পোদ্দার, আলিপুরদুয়ার, ইন্ডিয়া নিউজ বাংলা : Government Truck Terminus in Pasakha রাজ্য সরকারের নির্দেশে পরিবহণ দফতরের অধীনে জয়গাঁর পাশাখায় ভারত-ভুটান সীমান্ত এলাকায় তৈরি হচ্ছে সরকারি ট্রাক টার্মিনাস। ইতিমধ্যে তার কাজও শুরু হয়ে গিয়েছে। এতদিন এই এলাকায় চার-পাঁচটি বেসরকারি পার্কিং ছিল। এই পার্কিংগুলিতে সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভুটানের উদ্দেশে আসা ট্রাকগুলি দাঁড়াত। সরকারি নির্দেশের পর সোমবার থেকে এই বেসরকারি পার্কিংগুলি সব ফাঁকা। নেই কোনও ট্রাক। প্রশাসনের পক্ষ থেকে বেসরকারি পার্কিংয়ের সামনে টিন ও বাঁশ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে।
প্রায় দু’বছর আগে বাংলাদেশ সীমান্ত চ্যাংড়াবান্ধা থেকে জয়গাঁ হয়ে ভুটানের পাশাখা সীমান্তে এশিয়ান হাইওয়ে ৪৮ মহাসড়ক তৈরি হয়। এই সড়ক তৈরি হওয়ার পর জয়গাঁ সংলগ্ন দলসিংপাড়া এলাকায় চার-পাঁচটি বেসরকারি পার্কিং তৈরি হয়। সূত্রের খবর, এই বেসরকারি পার্কিংগুলোর কাছে কোনও সরকারি অনুমতি বা বৈধ কাগজ নেই। বিনা অনুমতিতেই এতদিন চলছিল পার্কিং।
বেসরকারি পার্কিং বন্ধ হওয়ায় বিপাকে ট্রাক চালকেরা Government Truck Terminus in Pasakha
অপরদিকে জয়গাঁ সংলগ্ন এলাকার বেসরকারি পার্কিংগুলি বন্ধ হওয়ায় সমস্যায় পড়েছেন ট্রাক চালকেরা। কার্যতই রাস্তার একপাশে মাদুর পেতে বিশ্রাম, খাওয়াদাওয়া চলছে তাঁদের। বেসরকারি পার্কিং বন্ধ হওয়ায় পাশাখা সীমান্ত যাওয়ার রাস্তার দু’ধারে বাড়ছে পণ্যবাহী গাড়ির সংখ্যা। রাত বাড়তেই গাড়ির যন্ত্রাংশ চুরির আতঙ্কও স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছে। ট্রাক চালকেরা জানান, এই বেসরকারি পার্কিংগুলিতে শৌচাগার ও থাকার ব্যবস্থা ছিল। পার্কিং বন্ধ হয়ে যাওয়ায় মিলছে না আর সেই সুযোগ সুবিধা। এশিয়ান হাইওয়েতে রাতে না ঘুমিয়ে ট্রাক পাহারা দিচ্ছেন চালক ও খালাসিরা।
গুয়াহাটি থেকে পণ্য নিয়ে আসা ট্রাক চালক রাধেশ্যাম গুপ্তা জানান, ‘হঠাৎ করে পার্কিং বন্ধ হয়ে যাওয়ায় রাস্তায় বসে রান্নার জোগাড় করছি। রাস্তার একপাশে রান্না করব। ধুলোবালি পড়ে থাকা খাবার খাব।’ অরুণকুমার সিং নামের আরেক ট্রাক চালক জানান, ‘সরকারি পার্কিং চালু করে বেসরকারি পার্কিং বন্ধ করলে ভালো হত। রাতে আতঙ্কে রয়েছি। যে কোনও সময়ে অন্ধকার রাস্তায় গাড়ির ডিজেল ট্যাঙ্ক চুরি হতে পারে।’
Government Truck Terminus in Pasakha
———–
Published by Subhasish Mandal