প্রসেনজিৎ রাহা, শিলিগুড়ি, ইন্ডিয়া নিউজ বাংলা: Gold Biscuits Recovered শিলিগুড়িতে উদ্ধার ৩ কেজি সোনার বিস্কুট। ঘটনায় ধৃত এক। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মালদা থেকে শিলিগুড়িগামী একটি বাস থামিয়ে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় এক ব্যক্তিকে তল্লাশি। উদ্ধার হল ২০টি সোনার বিস্কুটের বাট। ঘটনায় গ্রেফতার করা হয় হাওড়ার বাসিন্দা অমিত শাহকে। ধৃতকে রবিবার শিলিগুড়ি আদালতে তোলে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দফতর।
কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দফতর সূত্রে খবর তল্লাশি চালানোর সময় গোপনাঙ্গের কাছে তিনটি জাঙ্গিয়া দিয়ে লুকানো ছিল সোনার বাটগুলি। উদ্ধার হওয়া সোনাগুলো বার্মা-র বলে অনুমান রাজস্ব গোয়েন্দাদের। উদ্ধার সোনার পরিমাণ ৩ কেজি ৩২০ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৭১ লক্ষ ৮৭ হাজার ৬৪০ টাকা বলে জানা গেছে। এত পরিমাণ সোনার বিস্কুট কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল বা কার হাতে তুলে দেওয়ার পরিকল্পনা ছিল তা তদন্ত করছে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দফতর।
Gold Biscuits Recovered
আরও পড়ুন : Love Story at Nadia চারহাত এক হল ভালোবাসার টানে! রেজিস্ট্রি করে বিয়ে করলেন বৃদ্ধাশ্রমের দুই আবাসিক
————
Published by Subhasish Mandal