প্রসেনজিৎ রাহা, শিলিগুড়ি, ইন্ডিয়া নিউজ বাংলা : গোপন সূত্রের খবরের ভিত্তিতে দুটি বিশালাকৃতির কচ্ছপ উদ্ধার করল বৈকুণ্ঠপুর ডিভিশনের বেলাকোবা বন দফতর। বন দফতর সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে বেলাকোবা ফরেস্টের রেঞ্জার সঞ্জয় দত্তের নেতৃত্বে শিলিগুড়ি সুপার মার্কেটে অভিযান চালায় বনকর্মীরা। এই অভিযানে দুটি কচ্ছপ-সহ বিট্টু দাস নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে বেলাকোবা বন দফতর। ধৃতের বাড়ি বাড়িভাষায়। জানা গেছে চোরাচালানকারীরা বিভিন্ন জায়গা থেকে এই কচ্ছপগুলিকে শহরের বিভিন্ন মার্কেটে বিক্রির উদ্দেশে নিয়ে আসে। ঠিক তেমনই সোমবার শিলিগুড়ির সুপার মার্কেটে উদ্ধার হওয়া এই কচ্ছপগুলিকে বিহার থেকে নিয়ে এসেছিল অভিযুক্ত। ধৃতকে মঙ্গলবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হবে।
কচ্ছপ দুটি উদ্ধার করল বৈকুণ্ঠপুর ডিভিশনের বেলাকোবা বন দফতর Giant Tortoises Rescued
আরও পড়ুন : Parrots rescued at Burdwan station পাচারের আগেই বর্ধমান স্টেশন থেকে উদ্ধার ২২৭টি টিয়াপাখি, ধৃত ১
—–
Published by Subhasish Mandal